চবিতে ভর্তি

মানোন্নয়নের শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধন

বণিক বার্তা প্রতিনিধি চবি

 উচ্চ মাধ্যমিকে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধন করে বিভিন্ন ছাত্র সংগঠন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মানোন্নয়নকৃত শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক আবির এইচ তিতাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ধীষণ প্রদীপ চাকমা, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি আইরিন সুলতানা, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সায়মা আক্তার নিশু প্রমুখ।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, কাউকে দোষ দিয়ে ঘটনা ধামাচাপা দেয়া উচিত নয়। উপাচার্য সম্মিলিতভাবে এ বিষয়ের সমাধান করবেন বলে আশা করি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে। কিন্তু সার্কুলারে অসংগতির কারণে কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না। যেখানে অস্পষ্টতা থাকে, সেখানেই জটিলতা সৃষ্টি হয়। এ শিক্ষার্থীরা ক্লান্ত, অভিভাবকরা বারবার আমাদের কাছে সহায়তার জন্য আসছেন। আমরা তাদের স্পষ্ট কোনো জবাব দিতে পারছি না। কতটা অসহায় আর নির্মমতার শিকার হলে এভাবে তারা সাহায্য চাইতে পারেন।

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের নেতা ধীষণ প্রদীপ চাকমা বলেন, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, অব্যবস্থাপনার কারণে সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হন। যারা ভর্তি পরীক্ষা দিয়ে মেধার প্রমাণ দিয়েছেন, তাদের অযোগ্য বলে উল্লেখ করছে কর্তৃপক্ষ। আইটি সেলের অস্পষ্টতার দায়ভার ছাত্ররা নেবেন কেন? আমাদের প্রশ্ন তোলার মাধ্যমে যেন ভবিষ্যতে আর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন