নাসিরের সেঞ্চুরি রুবেলের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

 জাতীয় লিগে পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনটিকে নিজেদের করে রাখলেন জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা দুই অভিজ্ঞ ক্রিকেটার নাসির হোসেন রুবেল হোসেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে গতকাল তৃতীয় দিন শেষে নাসির অপরাজিত আছেন ১০৪ রানে তার ব্যাটে ভর দিয়ে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ উইকেটে ২০০ রান উইকেট হাতে নিয়ে রংপুরের লিড ২১২ রান মিরপুরে রাজশাহী বিভাগকে একাই ধসিয়ে দিয়েছেন রুবেল পেসারের আগুনে পুড়ে মাত্র ১৫১ রানেই অলআউট হয়েছে খুলনা ৫১ রানে উইকেট তুলে নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য দেখিয়েছেন রুবেল

প্রথম স্তরে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা খুলনাকে পঞ্চম রাউন্ডে জয়ের সুযোগ এনে দিয়েছেন রুবেল মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ছিল বিনা উইকেটে ৩৬ গতকাল তৃতীয় দিনে শুরু থেকেই তোপ দাগেন রুবেল লাঞ্চ-পরবর্তী প্রথম ঘণ্টার বিরতির আগেই অলআউট হয়ে যায় রাজশাহী দলটির কেউই পাননি হাফ সেঞ্চুরির নাগাল ৪৮ রান করে সর্বোচ্চ স্কোরার সানজামুল ইসলাম জবাবে দিনের শেষ বিকালটা ভালোই রান উৎসব করেছে খুলনা দিনের শেষে খুলনার স্কোরবোর্ডে উইকেটে ১৫৪ রান উইকেট হাতে নিয়ে রানের লিড তাদের খুলনার হয়ে ফিফটি পেয়েছেন অমিত মজুমদার (৫৯) তুষার ইমরান (৫৮) আজ চতুর্থ শেষ দিনে দ্রুত রান করে রাজশাহীকে চাপের মুখে নতিস্বীকার করাতে পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা

প্রথম স্তরের আরেক ম্যাচে বগুড়ায় নাসিরের অপরাজিত শতকে ঢাকার বিপক্ষে কিছুটা সুবিধাজনক জায়গায় আছে রংপুর প্রথম ইনিংসে ১২ রানে লিড পাওয়া রংপুর তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে উইকেটে ২০০ রান সবচেয়ে বড় কথা, বিপজ্জনক হয়ে ওঠা নাসির এখনো নট আউট এবারের জাতীয় লিগে এর আগে তিনটি হাফ সেঞ্চুরির ইনিংস খেললেও এই প্রথম সেঞ্চুরি পেলেন নাসির গতকাল শেষ বিকালে নাসিরকে সুযোগ্য সঙ্গ দিয়েছেন নাঈম ইসলাম অপরাজিত আছেন ২৬ রান নিয়ে

দ্বিতীয় স্তরে রাজশাহীতে জমে উঠেছে ঢাকা মেট্রো-সিলেট ম্যাচটি প্রথম ইনিংসে ৪০ রানে পিছিয়ে থাকা মেট্রোর গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ উইকেট হারিয়ে ২৪৫ রান ওপেনার আজমীর আহমেদ আউট হয়ে যান ৮০ রানে তবে বিপজ্জনক হয়ে ওঠা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন