জুভেন্টাসকে জেতালেন দিবালা

ক্রিস্টিয়ানো রোনালদো ৯০ মিনিট না খেললেও তা সংবাদ রোববার রাতে এসি মিলানের বিপক্ষে পর্তুগিজ সুপারস্টার খেলেছেন ৫৫ মিনিট, নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে তাকে তুলে নেয়া হয় এতে খেলোয়াড়টি বেশ ক্ষুব্ধ হন যদিও এদিন জিততে সমস্যা হয়নি তুরিনের বুড়িদের রোনালদোর জায়গায় নামা পাওলো দিবালার গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টানা আটবারের লিগ চ্যাম্পিয়নরা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ইন্টার মিলানের কাছ থেকে ছিনিয়ে নেয় মাউরিজিও সারির দল

গত মৌসুমে মাত্র দুই ম্যাচে রোনালদোকে ৯০ মিনিটের আগেই তুলে নেন কোচ এবার অবশ্য এরই মধ্যে দুই ম্যাচে তার জায়গায় বদলি নামিয়েছেন সারি ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পেলেও বেশ ধুঁকেছে রোনালদোবিহীন জুভেন্টাস বেশ কয়েক দফায় জুভেন্টাসকে গোল হজম করা থেকে বাঁচিয়েছেন গোলকিপার ওসিয়েক সজেনি গোলবারের নিচে বেশ ব্যস্ত সময় পার করতে হয় সজেনিকে, যিনি এসি মিলানের ক্রিস্টোফ পিয়াতেক, লুকাস প্যাকেতা থিও হার্নান্দেজের গোল প্রচেষ্টা রুখে দেন

ম্যাচের ৭৭ মিনিটে লক্ষ্যভেদ করেন দিবালা ম্যাচ শেষ হওয়ার অল্প আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিলেন তিনি দিবালার আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়াইন আর ফরাসি খেলোয়াড় ব্লেস মাতুইদিও বেশ কাছাকাছি গিয়ে গোল করতে ব্যর্থ হন

চলতি মিশনে অপরাজিতই থাকল চ্যাম্পিয়ন জুভেন্টাস ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট, সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান আর এসি মিলান ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে

এদিকে জুভেন্টাস জিতলেও আগেভাগে উঠে যেতে বলায় নাখোশ রোনালদো এমনকি ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন নিয়ে কোচ সারি বলেন, শতভাগ ফিট না হয়েও নিজেকে যেভাবে ম্যাচের জন্য তৈরি রেখেছে রোনালদো, তাতে ধন্যবাদ তার প্রাপ্য গত মাসেও সে হাঁটুতে অস্বস্তির কথা জানায় এবং এটা তাকে ভুগিয়েছে এটা খুবই স্বাভাবিক যে একজন খেলোয়াড়কে উঠে যেতে বললে সে বিরক্ত হবে, বিশেষ করে যখন সে কঠোর পরিশ্রম করে

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লোকোমোটিভ মস্কোর বিপক্ষেও রোনালদোকে মিনিট বাকি থাকতে তুলে নেন সারি তার জায়গায় নামা দিবালা সেদিনও গোল করে জিতিয়েছেন জুভেন্টাসকে

রোববার সিরি- লিগে রোম জায়ান্ট এএস রোমাকে - গোলে হারিয়েছে পার্মা ক্যালিয়ারি - গোলে ফিওরেন্টিনাকে ল্যাজিও - গোলে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন