তৃতীয় প্রান্তিকে স্বর্ণের বৈশ্বিক উত্তোলন কমেছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর স্বর্ণের দাম রেকর্ড বেড়েছে। তবে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির বৈশ্বিক উত্তোলন কমেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর মাইনিং ডটকম।

ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে বিশ্বজুড়ে মোট ৮৫২ টন স্বর্ণ উত্তোলন হয়েছে। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির উত্তোলন দাঁড়িয়েছে মোট হাজার ৫৮৩ টনে, যা ধাতুটির উত্তোলন প্রবৃদ্ধিতে গত এক দশকের সর্বনিম্নে। তবে সময় স্বর্ণের বৈশ্বিক উত্তোলন আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় কমলেও গত পাঁচ বছরের প্রান্তিক গড় উত্তোলনের তুলনায় বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে বিশ্বের অন্যতম শীর্ষ (ষষ্ঠ) স্বর্ণ উত্তোলনকারী দেশ ইন্দোনেশিয়ায় খনিজ পণ্যটির উত্তোলন সর্বাধিক হারে কমেছে। সময় দেশটিতে অবস্থিত বিশ্বের বৃহৎ স্বর্ণখনি গ্রাসবার্গের উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ কমে গেছে। এর প্রভাবে শুধু ইন্দোনেশিয়া নয়, গোটা বিশ্বের স্বর্ণের সম্মিলিত উত্তোলন হ্রাস পেয়েছে।

একই সময়ে বিশ্বের শীর্ষ স্বর্ণ উত্তোলকারী দেশ চীনে ধাতুটির উত্তোলন কমেছে আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় শতাংশ। ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, চীনে সম্প্রতি পরিবেশ আইন-২০১৭ প্রণীত হয়েছে। আইনটির কয়েকটি ধারার কঠোরতা দেশটির স্বর্ণ উত্তোলন খাতে বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে সময়ে তৃতীয় শীর্ষ উত্তোলনকারী দেশ রাশিয়াতেও স্বর্ণের উত্তোলনে মন্দা ভাব বজায় ছিল। এছাড়া চতুর্থ শীর্ষ উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্রের স্বর্ণ উত্তোলন কমেছে শতাংশ। মূল্যবান ধাতুটির অন্যতম উত্তোলক পেরুর উত্তোলন কমেছে আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় ১২ শতাংশ। এদিকে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দক্ষিণ আফ্রিকায় মূল্যবান ধাতুটির উত্তোলন কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় শতাংশ।

তবে তৃতীয় প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশ অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের উত্তোলনে চাঙ্গা ভাব বজায় রয়েছে। সময়ে অস্ট্রেলিয়ায় খনিজ পণ্যটির উত্তোলন বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় শতাংশ। দেশটির কয়েকটি খনিতে ক্রমবর্ধমান হারে বাড়ছে মূল্যবান ধাতুটির উত্তোলন।

চলতি বছর শুরু থেকেই ইউরোপীয় দেশগুলোর স্বর্ণ উত্তোলন সক্ষমতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় বছর শেষে ইউরোপীয় দেশগুলোর সম্মিলিত স্বর্ণ উত্তোলন লাখ আউন্সে উন্নীত হতে পারে। স্বর্ণ খাতে সক্ষমতা বাড়াতে অঞ্চলের দেশগুলো বিশেষ করে পূর্বাঞ্চলীয় খনি কর্তৃপক্ষ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।

অন্যতম শীর্ষ উত্তোলক মেক্সিকো বছরের তৃতীয় প্রান্তিকে স্বর্ণ উত্তোলন বাড়িয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ। এর আগে স্থানীয় জনগোষ্ঠী ঠিকাদারদের দ্বারা অবরুদ্ধ থাকায় দেশটির অন্যতম বৃহৎ স্বর্ণখনি পেরাসকুইটো থেকে ধাতু পণ্যটির উত্তোলন ব্যাহত হয়। খনিটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ার জেরে সময় দেশটির স্বর্ণ উত্তোলনে চাঙ্গা ভাব ফিরেছে।

বছরের তৃতীয় প্রান্তিকে ঘানায় স্বর্ণের উত্তোলন বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় শতাংশ। দেশটি খাতে ক্রমে উন্নতি লাভ করছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে ঘানা আফ্রিকার শীর্ষ বিশ্বের দশম শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন