জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক

ভারতের স্মার্টফোন বাজারে ৯.৩% প্রবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

ছাড় প্রদানের মাধ্যমে দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখা এবং উৎসব সামনে রেখে ভারতের বাজারে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। চাহিদা সামাল দিতে বিভিন্ন কোম্পানি ভারতের বাজারে স্মার্টফোন সরবরাহ বাড়িয়ে দিয়েছে। এর জেরে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটিতে স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই প্রান্তিকের তুলনায় দশমিক শতাংশ বেড়ে সাড়ে চার কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) ভারত শাখার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সর্বশেষ প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে শীর্ষে ছিল শাওমি। খবর টেলিকমলিড ইন্ডিয়া টুডে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের বাজারে সব মিলিয়ে কোটি ৬৬ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করা হয়েছে, যা আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় ২৬ দশমিক শতাংশ বেশি। শুধু আগের প্রান্তিকের তুলনায় নয়, বরং গত বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্মার্টফোন সরবরাহ বেড়েছে দশমিক শতাংশ। ২০১৮ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের বাজারে কোটি ২৬ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভারতে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৪০ লাখ ইউনিট।

প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতে দুর্গাপূজা, দীপাবলি, দশেরাসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক উৎসব থাকে। এর আগে থেকেই ভারতের বাজারে স্মার্টফোনের চাহিদা বাড়তে শুরু করে। উৎসবকে কেন্দ্র করে ভারতীয়রা নিজের প্রিয়জনদের জন্য স্মার্টফোন কেনেন। উৎসব সামনে রেখে বিভিন্ন কোম্পানি বছরের তৃতীয় প্রান্তিক থেকেই স্মার্টফোনে বিশেষ ছাড় ঘোষণা করে। এসব কারণে চাহিদাও থাকে বাড়তির দিকে। এবারো বছরের তৃতীয় প্রান্তিকে একই কারণে ভারতের বাজারে স্মার্টফোন সরবরাহে এক-চতুর্থাংশের বেশি প্রবৃদ্ধির দেখা মিলেছে বলে জানিয়েছে আইডিসি ভারত।

এদিকে গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের মতো চলতি বছরের একই সময় ভারতের স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে অবস্থান ধরে রেখেছে শাওমি। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শাওমি ভারতের বাজারে কোটি ২৬ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। এর মধ্য দিয়ে দেশটির স্মার্টফোন বাজারের ২৭ দশমিক শতাংশ হিস্যা নিজেদের দখলে রেখেছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। গত বছরের একই প্রান্তিকে শাওমি ভারতের বাজারে কোটি ১৭ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছিল।

ভারতের দ্বিতীয় জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি ভারতে ৮৮ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে, যা দেশটিতে সরবরাহ করা সম্মিলিত স্মার্টফোনের ১৮ দশমিক শতাংশ। গত বছরের একই সময়ে স্যামসাং ভারতের বাজারে ৯৬ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করে। সেই হিসাবে গত প্রান্তিকে ভারতের বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ কিছুটা কমেছে।

গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭১ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিভো। বাজার হিস্যার ১৫ দশমিক শতাংশ রয়েছে ভিভোর দখলে। গত বছরের একই সময় প্রতিষ্ঠানটি ভারতে ৪৫ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছিল। একইভাবে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের বাজারে ৬৭ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে রিয়েলমি, যা ভারতের স্মার্টফোন বাজার হিস্যার ১৪ দশমিক শতাংশ। গত বছরের একই সময়ে ভারতে মোট ১৩ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছিল রিয়েলমি।

ভারতের স্মার্টফোন বাজারে পঞ্চম অবস্থানে রয়েছে অপো। প্রতিষ্ঠানটির দখলে রয়েছে বাজার হিস্যার ১১ দশমিক শতাংশ। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের বাজারে সব মিলিয়ে ৫৫ লাখ ইউনিট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন