৫ ক্যামেরার ফোল্ডেবল স্মার্টফোন আনছে শাওমি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শুরু থেকে টেক জগতে আলোচনার কেন্দ্রে রয়েছে ফোল্ডেবল স্মার্টফোন। এরই মধ্যে বিভিন্ন কোম্পানি ভাঁজ করা যায়, এমন স্মার্টফোনের মডেল দেখিয়েছে। স্মার্টফোনপ্রেমীদের কাছে দারুণ সাড়া ফেলেছে এসব মডেল। ফোল্ডেবল স্মার্টফোন তৈরিতে এগিয়ে রয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। হুয়াওয়ের মেট এক্স এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড মডেলকে খাতের পাইওনিয়ার বিবেচনা করা হয়। তবে ফোল্ডেবল স্মার্টফোন নির্মাণে পিছিয়ে থাকতে নারাজ শাওমি। কোম্পানিটি এরই মধ্যে ফোল্ডেবল স্মার্টফোনের নতুন একটি মডেলের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, শাওমির ফোল্ডেবল স্মার্টফোনে পাঁচটি পপ-আপ ক্যামেরা থাকছে। শিগগিরই ফোল্ডেবল স্মার্টফোনের মডেলটি বাজারে ছাড়ার আশা করছে শাওমি।

সম্প্রতি মি সিসি৯ প্রো মি নোট ১০ মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে শাওমি। এসব স্মার্টফোনে পাঁচটি রেয়ার ক্যামেরা রয়েছে। তবে ফ্রন্টে আছে একটি সেলফি ক্যামেরা। এখন এসব মডেল থেকে পেন্টা ক্যামেরার প্রযুক্তি ফোল্ডেবল স্মার্টফোনে নিয়ে আসছে চীনা টেক জায়ান্ট শাওমি। নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ভিডিও প্রকাশ করলেও মডেলটির নাম জানায়নি কোম্পানিটি। কয়েক মাসের মধ্যেই এটি বাজারে আসতে পারে। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় শামিল হবে শাওমি।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন