প্রযুক্তি বিশ্বে সাম্প্রতিক আলোচিত ঘটনা

যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়ার ব্যবসায়ী, রাজনীতিক লেখক মাইকেল ব্লুমবার্গ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ডেমোক্রেটিক পার্টি থেকে তার প্রার্থিতা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেও কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। দেরিতে ব্লুমবার্গের প্রার্থিতার পেছনে আরেক বিলিয়নেয়ার -কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের প্ররোচনা রয়েছে বলে জানা যাচ্ছে।

কর্মিবাহিনীর মধ্যে বর্ণবাদ বৈষম্য নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে ফেসবুক। কর্মীরা বিভিন্ন ব্লগে বেনামে তাদের অভিজ্ঞতার কথা লিখছেন। অন্তত ১২ জন বর্তমান সাবেক কর্মী বর্ণবাদের অভিযোগ তুলে বলেছেন, গত বছর থেকে ধরনের চর্চা প্রকট আকার ধারণ করেছে।

 

ডিসেম্বরে অনুষ্ঠেয় ব্রিটিশ সাধারণ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করেছে ফেসবুক। কোম্পানির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, টাকার বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপনের মাধ্যমে রাজনীতিক প্রার্থীদের বক্তব্য তাদের কাঙ্ক্ষিত ভোটারদের কাছে পৌঁছে দেয়ার পক্ষে তারা। এসব বিজ্ঞাপনের কনটেন্টের সত্যতা বা উপযুক্ততাও যাচাই করা হবে না।

 

নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে দেখা গেছে, শনাক্তকরণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও শিশুপর্নো কনটেন্ট বৃহৎ প্রযুক্তি প্লাটফর্মগুলোয় ছড়িয়ে পড়ছে। বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেয়ার ক্ষেত্রে প্রযুক্তি কোম্পানি প্লাটফর্মগুলোয় বড় ধরনের অসংগতি রয়ে যাওয়ার কারণে বড় ধরনের ত্রুটি থেকে যাচ্ছে। ফলে অপরাধীরা খুব সহজেই শনাক্তকরণ প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে পারছে।

 

জনপ্রিয়তা হারাচ্ছে অ্যামাজনের ভিডিও স্ট্রিমিং সেবা টুইচ। এরই মধ্যে নিনজা, শ্রাউড কিং গোথালিয়নের মতো বড় তারকা স্ট্রিমিং সার্ভিস ত্যাগ করেছেন।

 

সূত্র: বিজনেস ইনসাইডার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন