লন্ডন স্টক এক্সচেঞ্জে কাল তালিকাভুক্ত হচ্ছে ‘বাংলা বন্ড’

নিজস্ব প্রতিবেদক

লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) তালিকাভুক্ত হতে যাচ্ছে বাংলা বন্ড, যা হবে টাকা ডিনমিনেটেড প্রথম বন্ড। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) উদ্যোগে চালু হতে যাওয়া বন্ড আগামীকাল তালিকাভুক্ত হবে বলে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়।

জানা গেছে, প্রাথমিকভাবে এলএসইতে তালিকাভুক্ত হচ্ছে ৮০ কোটি টাকা (প্রায় কোটি ডলার) মূল্যের বন্ড। পরীক্ষামূলকভাবে ছাড়া বন্ড সফলতা পেলে পরবর্তী সময়ে আকার বাড়ানো হতে পারে। ইউরোপের বাজারে বাংলাদেশী মুদ্রার বন্ড সাড়া পেলে ভবিষ্যতে তা বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।

বাংলাদেশে গ্রাহকদের ঋণ দিতে বিলিয়ন সমমূল্যের টাকা বন্ড কর্মসূচির বিষয়ে আইএফসির প্রস্তাবে ২০১৫ সালের অক্টোবরে অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। একই বছরের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় আইএফসি। তবে বিনিয়োগ বোর্ডের (বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) যাচাই কমিটির অনুমোদন সাপেক্ষে অনুমতি দেয়া হয়। বিনিয়োগ বোর্ডের যাচাই কমিটির কাছে -সংক্রান্ত কাগজপত্র জমা দেয় আইএফসি। প্রাণ গ্রুপের দুই প্রতিষ্ঠান প্রাণ এগ্রো নাটোর এগ্রো লিমিটেডের জন্য বন্ড ছাড়ার অনুরোধ করা হয় কমিটিকে। প্রতিটি প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৮০ কোটি টাকা। এতে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে সাড়ে শতাংশ। সমান কিস্তিতে তিন পাঁচ বছরে পরিশোধ করতে হবে ঋণ। চলতি বছরের এপ্রিলে বন্ড ছাড়ার বিষয়ে অনুমোদন পায় আইএফসি। অফশোর বাংলা বন্ড ইস্যুর মাধ্যমে আইএফসি অর্থায়ন করছে। বন্ডের অর্থ পরিশোধের জন্য সময় নির্ধারণ করা হয়েছে তিন বছর। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বন্ডে বিনিয়োগ করেছে। এটির অ্যারেঞ্জার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চ (বিএএমএল)

আইএফসির উদ্যোগে এখন পর্যন্ত ৫২টি মুদ্রায় ধরনের বন্ড ছাড়া হয়েছে। ২০১৮ ২০১৯ অর্থবছরে আইএফসির দেয়া প্রতিশ্রুত ঋণের ৩০ শতাংশই স্থানীয় মুদ্রায়। স্থানীয় মুদ্রায় এসব ঋণের অর্থায়নে আইএফসি বেশকিছু বন্ড ছেড়েছে, যার মধ্যে রয়েছেভারতীয় রুপি, ব্রাজিলিয়ান রিয়ালস, ইন্দোনেশিয়ান রুপিয়া, মিয়ানমারের কিয়াত, কম্বোডিয়ার রিয়েল উজবেক সোম। স্থানীয় মুদ্রায়

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন