সুযোগ দেখছেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

 কঠিন এক সময়ে ভারত সফরে যেতে হয়েছে বাংলাদেশকে সেখানে গিয়েও স্বস্তিতে ছিল না তারা বায়দূষণে বিপর্যস্ত দিল্লিতে শেষ পর্যন্ত ভালো কিছু করা নিয়ে ছিল সংশয় কিন্তু প্রতিকূল পরিবেশে প্রথম টি২০- দারুণ খেলে ভারতকে হারিয়ে দেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল যদিও রাজকোটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা রোহিত শর্মার দুরন্ত ব্যাটিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয় আজ নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা বলেছেন দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, সামনে দারুণ এক সুযোগ, খেলোয়াড়রাও বেশ রোমাঞ্চিত ম্যাচ নিয়ে

গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, সফরের আগে সপ্তাহ দুয়েক খুব কঠিন সময় ছিল কিন্তু খেলোয়াড়দের সাধুবাদ প্রাপ্য গত ১০ দিনে যে শক্তি আকাঙ্ক্ষা তারা দেখিয়েছি, তা অসাধারণ তারা নতুন কিছু করার চেষ্টা করেছে ঘরের বাইরে দারুণ একটি দলের বিপক্ষে খেলেছে যদি কেউ দুই সপ্তাহ আগে বলত, এক-এক সমতায় আমরা নাগপুরে আসব, তবে সেটি কেউ বিশ্বাস করত না

কেউ তখন বিশ্বাস না করলেও এখন যে বাংলাদেশের সামনে দারুণ একটি সুযোগ অপেক্ষা করছে, সেটিও জানিয়ে দিয়েছেন ডমিঙ্গো তিনি বলেন, আমরা যেখানে আছি, তা নিয়ে আনন্দিত এবং এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ ছেলেরা ম্যাচটা নিয়ে খুব রোমাঞ্চিত দিন শেষে ভারত বিশ্বের সেরা দেশগুলোর একটি কেউই বাংলাদেশের কোনো সুযোগ দেখবে না কিন্তু যদি আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তবে কাল (আজ) আমাদেরও সুযোগ থাকবে

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে আছেন পেসার মুস্তাফিজুর রহমান তবে এখনই তার ওপর থেকে আস্থা হারাতে নারাজ প্রোটিয়া কোচ, আমি তাকে নিয়ে একেবারেই চিন্তিত না সে একজন মানসম্পন্ন বোলার কখনো কখনো ব্যাটসম্যানরা দুই-তিন ম্যাচ ভালো করতে পারেন না, বোলারের সঙ্গেও তেমনটা হতে পারে মুস্তাফিজের সঙ্গেও তেমনটা হয়েছে তিনি আরো যোগ করেন, সে আমাদের জন্য ম্যাচ উইনার খেলোয়াড় অনেক দিন ধরেই সে দলের সঙ্গে আছে এবং দলের  সবচেয়ে অভিজ্ঞ বোলারও

সিরিজে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দুই ম্যাচে নিয়েছেন চার উইকেট

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন