রিজার্ভ বেঞ্চের যত ব্যয়বহুল তারকা

ইউরোপের নামি ক্লাবগুলোর প্রায় প্রত্যেকেরই রিজার্ভ বেঞ্চে এমন সব তারকা বসে বসে সময় কাটান, যা আপনাকে ঈর্ষান্বিত করতে পারে এসব খেলোয়াড়কে বিশাল ব্যয়ে কেনার পরও তাদের ব্যবহার করা হয় খুব কমই ওসমান ডেম্বেলে এখনো বার্সেলোনায় থিতু হতে পারেননি, ম্যানচেস্টার সিটিও এখনো রিয়াদ মাহরেজকে তার জায়গায় খেলার নিশ্চয়তা দিতে পারেনি, আবার লুকা জোভিচও রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা পাকা করতে পারেননি

৪০ মিলিয়ন পাউন্ডের বেশি ফি দিয়ে কেনা হয়েছে অথচ নিয়মিত ব্যবহার করা হয় না এমন কিছু খেলোয়াড়:

ওসমান ডেম্বেলে (বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড থেকে কেনা হয় ১২৫ মিলিয়ন ইউরোয়): বার্সেলোনায় সুযোগ কম পাননি ফরাসি স্ট্রাইকার, তবে তিনি সেই সুযোগ ব্যবহার করে ধারাবাহিক হতে পারেননি ইনজুরিও তার জন্য বড় ধরনের সমস্যা ছিল, এখনো আছে আবার দলীয় শৃঙ্খলার ব্যাপারেও খানিকটা উদাসীন যেমন, অনুশীলনে দেরিতে হাজির হওয়া কিংবা নিজের পছন্দমতো ফাস্টফুড খাওয়া গত গ্রীষ্মে আতোয়াঁ গ্রিজম্যান আসার পর ডেম্বেলে লা লিগায় মাত্র তিন ম্যাচ সুযোগ পেয়েছেন

হামেশ রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ, ৭৫ মিলিয়ন ইউরোয় কেনা হয় মোনাকো থেকে): ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ গোল্ডেন বুট জয় করা হামেশ রদ্রিগেজ রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর নামের প্রতি সুবিচার করতে পারেননি, তাই সমাদর হারান দুই মৌসুম ধরেই তাকে বিক্রির চেষ্টা করেছে লস ব্লাঙ্কোসরা গত এক মৌসুম তিনি ধারে খেলেছেন বায়ার্নে মৌসুমে ফেরার পর তাকে বিক্রির কথা চলছিল যদিও জিনেদিন জিদান সিদ্ধান্ত পাল্টে তাকে রেখে দেন এবং একাদশেও মাঝেমধ্যে সুযোগ করে দিচ্ছেন মৌসুমে লা লিগার চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি, যদিও রিয়াল মায়োর্কা ম্যাচের পর আর খেলানো হয়নি

তার ফুটবলীয় দক্ষতা নিয়ে কারো সংশয় নেই, বাঁ পায়ের জাদুও মোহিত করবে আপনাকে যদিও শারীরিক অবস্থাই তাকে সমস্যায় ফেলেছে

রিয়াদ মাহরেজ (ম্যানসিটি, ৬৭ মিলিয়ন ইউরোয় কেনা হয় লেস্টার সিটির কাছ থেকে): গত মৌসুমে কেনা রিয়াদ মাহরেজ ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় হয়েও বসে থাকতে হয় ম্যানসিটির রিজার্ভ বেঞ্চে আসলে তার চেয়ে ডেভিড সিলভা, কেভিন ডি ব্রুইন বের্নার্দো সিলভাকেই প্রাধান্য দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা তাই তো মৌসুমে সব মিলিয়ে ৪৫৮ মিনিট খেলার সুযোগ পেয়েছেন আলজেরিয়ান তারকা

হোয়াও ক্যানসেলো (ম্যানসিটি, ৬৫ মিলিয়ন ইউরোয় কেনা হয় জুভেন্টাসের কাছ থেকে): ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা স্বীকার করেছেন, নতুন ক্লাবে মানিয়ে নিতে সংগ্রাম করছেন হোয়াও ক্যানসেলো এবং সংখ্যাও পেপের কথাকে সমর্থন করবে চলতি মিশনে মাত্র তিন ম্যাচে সিটির একাদশে সুযোগ পেয়েছেন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন