যবিপ্রবিতে ‘ফ্রিজিং স্ট্রেস টলারেন্স ইন প্লান্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফ্রিজিং স্ট্রেস টলারেন্স ইন প্লান্টস: ইটস ইমপরট্যান্স ইন দি ইরা অব গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

গতকাল দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলে সেমিনারের আয়োজন করে এতে মূল বক্তব্য দেন জাপানের আইওয়াটি ইউনিভার্সিটির প্লান্টস বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক . ম্যাটসুইও ইউইমুরা

সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক . মো. আনোয়ার হোসেন সেমিনারে পরিচিত প্রোটিনের অপরিচিত কার্যাবলি: আর্সেনাইট পরিবহনের একটি নতুন অন্তর্দৃষ্টি শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আইওয়াটি ইউনিভার্সিটির প্লান্টস বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক . আবিদুর রহমান তিনি আর্সেনিকের ক্ষতিকর প্রভাব কমাতে আর্সেনিক শোষণকারী উদ্ভিদের প্রয়োগ তাদের আর্সেনিক শোষণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীববিজ্ঞান প্রযুক্তি অনুষদের ডিন . কিশোর মজুমদার রিসার্চ সেলের উপদেষ্টা . মঞ্জুরুল হকের সভাপতিত্বে সেমিনারে যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক . মো. আনিছুর রহমান, প্রক্টর অধ্যাপক . শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি . মো. ইকবাল কবীর জাহিদ সাধারণ সম্পাদক . মো. নাজমুল হাসান, পরিবেশ বিজ্ঞান প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক . সাইবুর রহমান মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন