মেহেরপুর ও লক্ষ্মীপুরে বিদ্যুত্স্পৃষ্টে দুজনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর ও লক্ষ্মীপুর

 মেহেরপুরের গাংনী লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে গতকাল এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে অটোরিকশাচালক আহার আলীর (৩০) মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আহার আলী হিন্দা গ্রামের পশ্চিমপাড়ার আনিছুর রহমানের ছেলে

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নিহত আহার আলী মাঠ থেকে ভেজা শরীরে বাড়িতে এসে ব্যাটারিচালিত অটোরিকশাটির চার্জ দিতে গিয়ে হঠাৎ পড়ে যান সময় পরিবারের লোকজন তার জ্ঞান হারিয়েছে ভেবে মাথায় পানি দেন পরে শারীরিক অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

লক্ষ্মীপুর: জেলার রামগতি উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মনি রানী দাস (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে গতকাল সকালে উপজেলার চরগাজী ইউনিয়নের নং ওয়ার্ডে অভিনাশ দাসের বাড়িতে ঘটনা ঘটে সময় ওই গৃহবধূকে উদ্ধার করতে গিয়ে তাদের পরিবারের আরো দুজন আহত হন

মনি রানী দাস চরগাজী ইউনিয়নের নং ওয়ার্ডের অভিনাশ দাসের বাড়ির ললিত মোহনের স্ত্রী

চরগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির আঙিনায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে সময় তাকে উদ্ধার করতে গিয়ে তাদের পরিবারের আরো দুজন আহত হন তারা বর্তমানে নোয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন