বার্লিন দেয়াল পতনের ৩০ বছর পূর্তি

বণিক বার্তা ডেস্ক

 গতকাল পালিত হলো বার্লিন দেয়াল পতনের ৩০ বছর দেয়াল ইউরোপের  অন্যতম শক্তিমান দেশ জার্মানিকে দ্বিখণ্ডিত করেছিল এদিকে বার্লিন দেয়াল পতনের ৩০তম বার্ষিকীতে শান্তিপূর্ণ বিপ্লব সম্ভব করার জন্য প্রতিবেশী পূর্ব ইউরোপের দেশগুলোর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টাইনমাইয়ার খবর রয়টার্স

প্রায় তিন দশক আগে পতন হওয়া দেয়ালটি তত্কালীন কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানি পুঁজিবাদী পশ্চিম জার্মানিকে দীর্ঘদিন আলাদা রেখেছিল দেয়ালটি স্নায়ুযুদ্ধের অন্যতম স্মারকে পরিণত হয়েছিল 

দেয়াল পতনের ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জার্মান প্রেসিডেন্ট বলেন, বার্লিন দেয়াল পতনের ৩০ বছর পূর্তিতে আমি সেই বিশেষ ক্ষণটি স্মরণ করছি, যা বিচ্ছিন্ন হয়ে পড়া আমাদের পুনরায় একত্রিত করেছিল অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধানরাও যোগ দেন

স্টাইনমাইয়ার বলেন, আমাদের প্রতিবেশী পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়ার জনগণের সাহস স্বাধীনতার জন্য বিশেষ আকুতি ছাড়া বার্লিন দেয়াল পতনের মতো শান্তিপূর্ণ বিপ্লব সম্ভব হতো না সম্ভব হতো না দুই জার্মানির পুনর্মিলন

অনুষ্ঠানের একপর্যায়ে জার্মান প্রেসিডেন্টসহ আগত পূর্ব ইউরোপের রাষ্ট্রপ্রধানরা জাদুঘরে সংরক্ষিত বার্লিন দেয়ালের ধ্বংসাবশেষের সামনে গোলাপ ফুল অর্পণ করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন