প্রমোদতরী ক্রয়ে সতর্ক অতি ধনীরা

বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে বিলাসবহুল ইয়ট বা প্রমোদতরী ক্রয়ে এখন খুবই সতর্ক অতি ধনীরা। আগে যেখানে খুব সহজেই কোটি ডলার ব্যয়ে ইয়ট ক্রয়ে দ্বিধাবোধ করতেন না, তারা এখন হিসাব করে সামনে এগোচ্ছেন বলে জানান টম কনবয় নামে এক সুপারইয়ট বিক্রয়কর্মী। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যযুদ্ধ, বিশৃঙ্খল ব্রেক্সিট মন্দামুখী জার্মানিএগুলো বিলাসবহুল প্রমোদতরী বিক্রি কমিয়ে দিয়েছে। কনবয় বলেন, আপনি যদি এমন বিলাসবহুল সামগ্রী ক্রয় করতে যান, তাহলে আপনার আত্মবিশ্বাস চাঙ্গা থাকতে হবে। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি যদি রকম গোলমেলেভাবে এগোয়, তাহলে তা আমাদের প্রতিকূলে যাবে। সান ট্রাস্ট ব্যাংকের হেড অব ইউএস ম্যাক্রো স্ট্র্যাটেজি মাইকেল স্কোরডেলেস বলেন, ইয়ট বা বড় নৌকা অথবা প্রমোদতরী ক্রয়, বিলাসবহুল রেস্টুরেন্টে খানাপিনা, সৌন্দর্যবর্ধনের জন্য প্লাস্টিক সার্জারি করাএগুলো হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ ব্যারোমিটার।   সূত্র: ব্লুমবার্গ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন