যুক্তরাষ্ট্র থেকে ১০টি কার্গো হেলিকপ্টার কিনছে ইউএই

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ১০টি চিনুক কার্গো হেলিকপ্টার সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই হেলিকপ্টার সংশ্লিষ্ট সরঞ্জামের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৮৩ কোটি লাখ ডলার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, ইউএইর অনুরোধে মার্কিন কর্তৃপক্ষ ওদের কাছে ওই হেলিকপ্টার, ইঞ্জিন, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং মেশিন গান বিক্রি করতে সম্মত হয়েছে।

ইউএই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পার্টনার হওয়ায় ওই অনুমোদন সেখানের মার্কিন অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়া ১০টি কার্গো ইউএইর হেলিকপ্টার বহরকে সম্প্রসারিত করবে, যা আগামীতে কোনো যৌথ বা জোটবদ্ধ উদ্যোগকে শক্তিশালী করবে। এদিকে এসব হেলিকপ্টার নিজেদের বহরে আত্মীকরণ করতে ইউএইকে বেগ পেতে হবে না বলেও উল্লেখ করা হয়েছে একই বিবৃতিতে।

বোয়িং হেলিকপ্টার, হানিওয়েল, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অনুমোদিত চুক্তির মুখ্য ঠিকাদার হিসেবে কাজ করবে।

            সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন