রূপকথার নতুন গেম এলিয়েন ব্যাটেলস

নিজস্ব প্রতিবেদক

গুগল প্লে স্টোরে উন্মুক্ত হয়েছে বাংলাদেশী প্রোগ্রামার ওয়াসিফ ফারহান রূপকথার নতুন গেম এলিয়েন ব্যাটেলস। এর মধ্য দিয়ে রূপকথার তৈরি তিনটি গেম প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

এর আগে রূপকথার তৈরি স্পেস কলাইডার ডিফেন্ড দি আর্থ নামে দুটি গেম গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছিল। গেমসপ্রেমীদের কাছে সাড়াও ফেলেছিল দুটি গেম। ধারাবাহিকতায় উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সবচেয়ে কম বয়সী কম্পিউটার প্রোগ্রামার রূপকথার নতুন গেম এলিয়েন ব্যাটেলস।

অ্যাকশন আর্কেড ঘরানার টপ ডাউন স্পেস শুটার গেমটির রয়েছে ১০টি ধাপ। গেমটিতে মহাকাশে ঘাঁটি স্থাপন করা এলিয়েনদের ডেরাকে উড়িয়ে দিতে খেলোয়াড়কে তার স্পেস ফাইটার বিমান নিয়ে এগিয়ে যেতে হয়। ডাউনলোড লিংক

https://play.google.com/store/apps/details?id=com.roopkothastudio.alienbattles.

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন