খুলনার ৪ উপজেলায় ১ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনার ৪ উপজেলার ২৮৫ কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ ৪টি উপজেলা হচ্ছে কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা। খুলনা জেলা প্রশাসন কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

খুলনার ৭টি উপজেলায় সরকারি ও-বেসরকারি ৩৪৯ আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৩৮ হাজার ২৮৫ জননের আশ্রয়ের সুবিধা রয়েছে।

কন্ট্রোল রুমের কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ত্রাণের জন্য ৪শ মেট্রিক টন চাল মজুদ আছে। ৬০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও মজুদ রয়েছে।

পাশাপাশি ৩০টি পানি পরিশোধন প্লান্টও সক্রিয় রয়েছে। ইতিমধ্যেই ঝুকিপুর্ণ উপজেলায় প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে। এছাড়া নৌবাহিনীর ৫টি জাহাজ প্রস্তুত রয়েছে ত্রাণ নিয়ে। প্রতিটি উপজেলার ৫টি করে মেডিকেল টিম ও ২টি করে অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ মেডিকেল টিম প্রস্তুত করে রাখা হয়েছে।

জেলা প্রশাসন থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং ও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন