অস্ট্রেলিয়ার বনে নজিরবিহীন অগ্নিকাণ্ড

বণিক বার্তা ডেস্ক

নজিরবিহীন বুনো অগ্নিকাণ্ডের কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে দেশটির রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস)। রাজ্যটির ৯০টির বেশি জায়গায় বুনো অগ্নিকাণ্ড ঘটেছে। খবর বিবিসি। 

দমকা হাওয়া এবং ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। যেসব জায়গায় বনে আগুন লেগেছে, সেসবের অনেকগুলো শুষ্ক হওয়ায় পরিস্থিতি আরো নাজুক হয়ে ওঠেছে। 

এদিকে অগ্নিকবলিত এলাকাগুলোর অনেক বাড়িতে মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় আটকা পড়া মানুষের খবর থাকলেও আগুনের তীব্রতায় সেখানে পৌঁছা সম্ভব হচ্ছে না উদ্ধারকর্মীদের।  

এদিকে আরএফএস কমিশনার শেন ফিসিমনস বলেন, বর্তমানে আমরা এমন এক এলাকায় রয়েছি, এটি যে কোন অঞ্চল, তা ঠিক শনাক্ত করতে পারছি না। এমন আগুন সাম্প্রতিক সময়ে আমরা দেখিনি। এনএসডব্লিউর শুধু একটি এলাকার ১৭টি জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ হাজারের বেশি দমকল বাহিনীর সদস্য ও ৭০টি হেলিকপ্টার পাঠিয়েছে। ফিসিমনস বলেন, যতটা সম্ভব বেশি মানুষকে উদ্ধারের চেষ্টা করছি আমরা।

আরএফএস এক টুইট বার্তায় জানায়, আগুনের পরিধি ও গতির কারণে আটকা পড়া সব মানুষের কাছে পৌঁছা সম্ভব হচ্ছে না। এমনকি স্থলপথে বা হেলিকপ্টারেও তা সম্ভব হচ্ছে না। এদিকে দেশটির উপকূলে এরই মধ্যে প্রায় এক হাজার (৬২১ মাইল) কিলোমিটারজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন