ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১১

বণিক বার্তা ডেস্ক

ইরাকে চলমান সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে বাগদাদে অন্তত ছয়জন বিক্ষোভকারী ও দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় অবস্থান ধর্মঘটে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও চিকিত্সা সূত্র এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

গত কয়েক সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী আন্দোলন কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর শুহাদা সেতুর কাছে সংঘর্ষে আরো ৩৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার টানা ১৩তম দিনের মতো কয়েক হাজার আন্দোলনকারী রাজধানীর কেন্দ্রে গণবিক্ষোভ অব্যাহত রাখে। এ সময় তারা শহরের ‘গ্রিন জোনে’ প্রবেশের জন্য টাইগ্রিস নদীর পশ্চিম তীর অভিমুখী দুটি সেতুর কাছে থাকা বাধাগুলো সরানোর চেষ্টা চালায়। গ্রিন জোনে সরকারি কর্মকর্তাদের বাড়ি ও বিদেশী দূতাবাসগুলো রয়েছে। নিরাপত্তা বাহিনী অঞ্চলটিতে প্রবেশের সবগুলো সেতু অবরোধ করে রেখেছে।

বসরায় বিক্ষোভকারীদের দিনব্যাপী অবস্থান ধর্মঘটে গুলি চালানো হয়। প্রাথমিকভাবে সাতজন নিহত হওয়ার কথা জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন