মইন উদ্দীন খান বাদলের দাফন আজ

বণিক বার্তা ডেস্ক

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদল এমপির প্রথম জানাজা আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর দুপুরে তার মরদেহ চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হবে এবং বেলা ২টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বাদ আসর নির্বাচনী এলাকা বোয়ালখালীতে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মইন উদ্দিন খান বাদল গত বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরু থেকে তার মরদেহ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসার কথা।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করতে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মনজুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবুসহ বাংলাদেশ জাসদ পরিবারের সদস্যদের। বাসস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন