জার্মান ক্ল্যাসিকোর উত্তাপ

বুন্দেসলিগা শিরোপাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ টানা সাত মৌসুম ধরে শিরোপা নিজেদের দখলে রেখেছে তারা গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত শিরোপাটা থেকে যায় বায়ার্নের হাতেই চলতি মৌসুমে অবশ্য ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বায়ার্ন ১০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ১৮ টেবিলে বাভারিয়ান জায়ান্টদের অবস্থান নম্বরে এমনকি সর্বশেষ ম্যাচে হারের পর সরিয়ে দেয়া হয়েছে বায়ার্ন কোচ নিকো কোভাচকেও এমন পরিস্থিতিতে জার্মান লিগের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচটি খেলতে মাঠে নামছে তারা যে ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড জার্মান ক্ল্যাসিকো খ্যাত ম্যাচটি দিয়েই এখন সঠিক পথে ফিরতে চাইবে বায়ার্ন অন্যদিকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা ডর্টমুন্ডও চাইবে বিপাকে থাকা বায়ার্নকে আরো চাপে ফেলতে বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ জিততে পারলে বাকিদের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থানে চলে যাবে ডর্টমুন্ড

বুন্দেসলিগায় এবার শুরু থেকেই নড়বড়ে বায়ার্ন কিন্তু সর্বশেষ ম্যাচে বাজে প্রদর্শনীর সব মানদণ্ডকেই যেন ছাড়িয়ে গেছে জার্মানির ঐতিহ্যবাহী দলটি এইনট্রাকট ফ্রাংকফুর্টের কাছে বায়ার্ন সে ম্যাচে উড়ে যায় - গোলের ব্যবধানে সর্বশেষ ১০ বছরে এমন বাজে হার আর কখনই দেখতে হয়নি দলটিকে যার একদিন পরই ছাঁটাই হন কোভাচ যদিও দুই পক্ষের সমঝোতায় কোভাচকে সরিয়ে দেয়া হয়েছে বলে বিবৃতি দেয় বায়ার্ন কর্তৃপক্ষ প্রধান কোচকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বায়ার্ন হারিয়েছে অলিম্পিয়াকোসকে

আপাতত বায়ার্ন ডাগআউটের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ হানসি ফ্লিক বেশ কয়েকটি নাম শোনা গেলেও এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত করেনি ক্লাবটি বলা যায়, ভাঙাচোরা অবস্থাতেই ক্ল্যাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে দলটিকে যা ফ্লিকের জন্য খুবই চ্যালেঞ্জিং একটি ম্যাচ হবে বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি আজকের ম্যাচে যদি বায়ার্ন হোঁচট খায়, তবে তাদের জন্য চলতি লিগ বিভীষিকাময় হয়ে উঠতে পারে যদিও বায়ার্নকে আশা দেখাচ্ছেন রবার্ট লেভানদোভস্কি চলতি মৌসুমে বায়ার্ন যতটা বাজে খেলছে, ঠিক ততটাই ভালো খেলছেন লেভা এখন পর্যন্ত বায়ার্নের হয়ে দুর্দান্ত খেলেছেন পোলিশ স্ট্রাইকার আজকেও বায়ার্ন তাকিয়ে থাকবে তার দিকে তবে ম্যাচে অনেককেই পাচ্ছে না বায়ার্ন লুকাস হার্নান্দেজ নিকোলাস সুলে আছেন ইনজুরিতে আগের ম্যাচে মার্চি অর্ডার পাওয়া জোরোমে বোয়াটেংও থাকছেন না ম্যাচে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন