বার্সায় সুয়ারেজের বিকল্প অবামেয়াং?

বরুশিয়া ডর্টমুন্ডে থাকা অবস্থাতেই নিজেকে আলোচনায় নিয়ে এসেছিলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং জার্মান ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলো আগ্রহী হয়ে ওঠে তার ব্যাপারে সে সময় তার নামের সঙ্গে শোনা যাচ্ছিল অনেক ক্লাবের নাম তবে সব জল্পনা-কল্পনা শেষে অবামেয়াংয়ের ঠিকানা হয় ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব আর্সেনালে প্রিমিয়ার লিগে গিয়েও নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন তিনি দলের পারফরম্যান্স আহামরি না হলেও অবামেয়াং নিজের দক্ষতার প্রমাণ ঠিকই দিয়েছেন যে কারণে এখন ফের দলবদলের আলোচনায় উঠে এসেছে তার নাম তবে এবার আগ্রহী দলটির নামও বেশ বড় শোনা যাচ্ছে, অবামেয়াংকে পাওয়ার জন্য এখন মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা বার্সা মূলত দলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে অবামেয়াংকে তৈরি রাখতে চায়

অবামেয়াং নিজেও এখন আগ্রহী দল ছাড়ার ব্যাপারে, এমন খবরও এসেছে মিডিয়ায় বিশেষ করে আর্সেনাল যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট না পায়, তবে তার আর্সেনাল ছাড়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি আর সম্ভাবনাটুকুই কাজে লাগাতে চায় বার্সা গ্যাবনের গোলমেশিনকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় তারা সেক্ষেত্রে সব ঠিকঠাক হয়ে গেলে আগামী জানুয়ারিতেই হয়তো অবামেয়াংকে দেখা যাবে বার্সেলোনা শিবিরে

বাস্তবতা বলছে, আর্সেনালও মরিয়া চেষ্টা করবে তারকা স্ট্রাইকারকে ধরে রাখার জন্য যেখানে গ্রানিত জাহাকে সরিয়ে অধিনায়কও বানানো হয়েছে অবামেয়াংকে কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে, এমিরেটসে দীর্ঘদিন থাকার ব্যাপারে গানারদের সঙ্গে কোচ চুক্তি এখনো সম্পন্ন হয়নি স্ট্রাইকারের সেই চুক্তিও হয়তো এখন দ্রুত সেরে ফেলতে চাইবে তারা এমনও শোনা যাচ্ছে, সপ্তাহে লাখ পাউন্ডে নতুন চুক্তির প্রস্তাবও হয়তো অবামেয়াংকে দিতে পারে আর্সেনাল অবশ্য বার্সার আগ্রহের পর আর্সেনালে থাকার ব্যাপারে অবামেয়াং আগ্রহী হবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা যদিও পুরনো চুক্তি বাতিল হতে এখনো বেশ কিছু সময় হাতে আছে

এদিকে আরো একটি নতুন গুঞ্জন যুক্ত হয়েছে বাজারে কেবল বার্সায় নাকি নয়, অবামেয়াংকে পেতে চাইছে স্পেনের আরেক পরাশক্তি রিয়াল মাদ্রিদও এখন দুই দল এক সঙ্গে মাঠে নামলে অবামেয়াংকে ধরে রাখা আরো বেশি কঠিন কাজ হবে গানারদের জন্য

অবশ্য রিয়ালের চেয়ে বার্সায় নামটাই এখন বেশি জোরে শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে, সুয়ারেজ হয়তো বার্সার নিজের শেষের সময়টা পার

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন