অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বৃষ্টির কারণে প্রথম ম্যাচে বেঁচে গেলেও, পরের দুই ম্যাচে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষা পায়নি পাকিস্তান দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচেও অতিথিদের উড়িয়ে দিয়েছে অসিরা পার্থে সিরিজের শেষ টি২০-তে অস্ট্রেলিয়া ১০ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে এদিন আগে ব্যাট করে মাত্র ১০৬ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান পরে অসি পেসারদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাচ বের করে আনতে দুই অস্ট্রেলিয়ান ওপেনারের লেগেছে মাত্র ১১. ওভার তখনো হাতে ছিল ৪৯ বল

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই মারুমুখী অ্যারন ফিঞ্চ ডেভিড ওয়ার্নার দুজনের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে অসিরা মাত্র ৭১ বল খেলে ম্যাচ শেষ করে দেয় তারা এর মাঝে নিজের অর্ধশতকও পূরণ করে নেন ফিঞ্চ ৩৬ বলে চার ছক্কায় ৫২ রান করেন ফিঞ্চ অন্যদিকে মাত্র রানের জন্য অর্ধশতক পাওয়া হয়নি ওয়ার্নারের ৩৫ বলে চার ছক্কায় ওয়ার্নার করেন ৪৮ রান

এর আগে মিচেল স্টার্ক, শেন অ্যাবট কেইন রিচার্ডসনের বোলিং তোপে পাকিস্তানকে চেপে ধরে অসিরা ২২ রানের মাঝে উইকেট হারিয়ে ফেলে তারা ওপেনার ইমাম-উল-হক ইফতেখার আহমেদ ছাড়া অন্য কেউ দুই অংকের স্কোরই ছুঁতে পারেননি ৩৭ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ইফতেখার ১৪ রান করেন ইমাম ১৮ রান দিয়ে উইকেট নিয়েছেন রিচার্ডসন, ম্যাচসেরা অ্যাবোট নিয়েছেন ১৪ রান দিয়ে উইকেট সিরিজসেরা হয়েছেন স্টিভ স্মিথ ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন