আত্মবিশ্বাস নিয়ে ভারতে মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

 টি২০ সিরিজে এখন সমতায় বাংলাদেশ ভারত নাগপুরেই হবে সিরিজের মীমাংসা অবশ্য সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি নিয়ে এখন খুব বেশি ভাবার সুযোগ নেই জাতীয় দলের তারকা ক্রিকেটার মুমিনুল হক-সাদমান ইসলামদের তাদের এখন টেস্ট সিরিজ নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে ঘরের মাঠে প্রস্তুতি পর্ব সেরে গতকাল ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন তারা মুমিনুলের নেতৃত্বে যাওয়া দলে আছেন সাদমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, আবু জায়েদ রাহী, নাঈম হাসান এবাদত হোসেন তারা সবাই আছেন টেস্ট স্কোয়াডে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

প্রথম টেস্টে ১৪ নভেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতায় যেখানে ইডেন গার্ডেনে দুই দল খেলবে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট সব মিলিয়ে দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে ক্রিকেটারদের জন্য তবে উড়াল দেয়ার আগে বিমানবন্দরে বেশ আত্মবিশ্বাসী থাকার কথা বলেছেন ক্রিকেটাররা পাশাপাশি চাপহীনভাবে খেলতে চান বলেও জানান তারা

বিমানবন্দরে ওপেনার সাদমান ইসলাম বলেছেন, ভারতীয় বোলারদের নিয়ে কোনো চাপ নিচ্ছেন না তারা তবে ভারতীয় বোলারদের নিয়ে চাপ না থাকলেও সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে কিছুটা চাপে রাখবে বলে মনে করেন সাদমান যদিও মিরাজ, তাইজুল, নাঈমদের দিয়ে তা উতরে যাওয়া যাবে বলেও বিশ্বাস তার

বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন