কমলনগরে স্বেচ্ছাশ্রমে ৬০০ ফুট দীর্ঘ সাঁকো নির্মাণ

বণিক বার্তা প্রতিনিধি লক্ষ্মীপুর

 লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৬০০ ফুট দীর্ঘ সাঁকো নির্মাণ করা হয়েছে সাঁকোটির নামকরণ করা হয়েছে স্বপ্নের সেতু জারিরদোনা খালের ওপর সেতু নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও সুফল পাওয়া যায়নি অবশেষে স্থানীয় কয়েকজন যুবকের উদ্যোগে ৬০০ ফুট দৈর্ঘ্যের কাঠের সাঁকোটি নির্মাণ করা হয়

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের নম্বর ওয়ার্ডের জারিরদোনা খালের ওপর সাঁকোটি নির্মাণ করা হয় স্থানীয় শতাধিক যুবকের উদ্যোগে গ্রামবাসীর দেয়া বাঁশ-কাঠ দিয়ে ২৭ দিনে সাঁকোটি নির্মাণ হয় সাঁকো নির্মাণে ব্যয় হয়েছে লাখ ২৪ হাজার টাকা, যা স্থানীয়রাই দিয়েছে

গত বুধবার বিকালে স্বপ্নের সেতু নামের সাঁকোটির উদ্বোধন করা হয় যারা স্বেচ্ছাশ্রমে এটি নির্মাণ করেছেন তারাই স্থানীয়দের নিয়ে ফিতা কেটে সাঁকোর উদ্বোধন করেন

গ্রামের লোকজন, স্থানীয় ব্যবসায়ী এলাকার জেলে-কৃষকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করা হয় এতে বছরের পর বছর চরম দুর্ভোগে থাকা শতাধিক পরিবারের মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কাটবে বলে মনে করছেন উদ্যোক্তারা তবে তারা স্থায়ীভাবে দুর্ভোগ থেকে মুক্তি চান

স্থানীয় কয়েকজন বলেন, অতিবৃষ্টি বন্যায় জারিরদোনা খাল ভেঙে চলাচলের রাস্তা (বেড়িবাঁধ) বিলীন হয়ে যায় এতে ছয় বছর ধরে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করে ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি সেতু নির্মাণের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি উপায় না পেয়ে নিজেরাই চলাচলের জন্য সাঁকোটি নির্মাণ করেন পাটারিরহাট উপকূলীয় এলাকা হওয়ায় সেখানে বেড়িবাঁধ নির্মাণ করা হয় বাঁধের ওপর দিয়ে পাটারিরহাট-খায়েরহাটে যাতায়াত করে স্থানীয়রা খালপাড়ের ওই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী

এদিকে চলাচলের রাস্তা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে তুলতে পারেন না শিক্ষার্থীরা যেতে পারে না স্কুল, কলেজ মাদ্রাসায় বর্ষাকালে গৃহবন্দি হয়ে পড়ত ওই এলাকার বাসিন্দারা সব থেকে বেশি ভোগান্তিতে পড়ত রোগী তাদের স্বজনরা

অবশেষে এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় কমলনগর স্টার ক্লাব, নিউ তারুণ্য তরঙ্গ সংসদ, স্টুডেন্ট সংসদ জুনিয়র একতা সংঘ নামে চারটি সংগঠন সাঁকো নির্মাণের উদ্যোগ নেয় পরে তারা ব্যবসায়ীসহ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন