পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত রাজবন বিহার

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়েছে ৪৬তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব দুই দিনব্যাপী উৎসবের শেষ দিন গতকাল পুণ্যার্থীরা বনভান্তের স্মৃতির উদ্দেশে কল্পতরু চীবর দান করেন সময় চীবর গ্রহণ করেন রাজবন বিহারের আবাসিক প্রতিনিধি শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির

গতকাল সকাল ৬টায় বুদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় অনুষ্ঠিত হয় দেবমানবের তথা সব প্রাণীর হিতার্থে ধর্মদেশনা ধর্মদেশনায় উপস্থিত ছিলেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির চীবর তৈরির পর বেলা ১টায় শোভাযাত্রা সহকারে কঠিন চীবর কল্পতরু মঞ্চে আনা হয় পঞ্চশীল গ্রহণের পর দুপুর আড়াইটায় বনভান্তের মানব প্রতিকৃতির উদ্দেশে কঠিন চীবর উৎসর্গ করা হয়

দান উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, চাকমা সার্কেল চিফ রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার দেবাশীষ রায় চাকমা সার্কেলের উপদেষ্টা রানী ইয়েন ইয়েন, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সহসভাপতি গৌতম দেওয়ানসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ

রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির পার্বত্য অঞ্চলের শান্তিসহ সারা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন আগামী দিনগুলোয় মারামারি হানাহানি বন্ধ হয় সুখে শান্তিতে সবাই মিলে পৃথিবীতে বসবাস করতে পারি সেই মঙ্গল কামনা করেন তিনি

এর আগে গত বৃহস্পতিবার বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব এটি পার্বত্যাঞ্চলে বৌদ্ধদের বৃহত্তম কঠিন চীবর দান উৎসব গতকাল দুপুরে গৌতম বুদ্ধ বনভান্তের প্রতিকৃতিতে চীবর দান দেশনার মাধ্যমে শেষ হয় এবারের দান উৎসবের আনুষ্ঠানিকতা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন