ঘূর্ণিঝড় ‘বুলবুল’

বন্ধ জাহাজ চলাচল, সেন্ট মার্টিনে আটকা ১২০০ পর্যটক

বণিক বার্তা প্রতিনিধি কক্সবাজার

 বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কক্সবাজার উপকূলে গতকাল নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এরই পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন

এর আগে বৃহস্পতিবার নম্বর সতর্কতা সংকেত ঘোষণার পর সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিস দেন এজন্য গতকাল সকাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে কোনো জাহাজ ছেড়ে যায়নি এদিকে টেকনাফ-সেন্ট মার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন প্রায় হাজার ২০০ পর্যটক তবে স্থানীয় প্রশাসন পর্যটকদের সার্বিক নিরাপত্তা হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ

জাহাজ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টেকনাফ-সেন্ট মার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকবে 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এজন্য সেন্ট মার্টিন ভ্রমণে আসা প্রায় হাজার ২০০ পর্যটক আটকা পড়েছেন

তিনি বলেন, গত বৃহস্পতিবার বেড়াতে আসা পর্যটকদের অনেকে রাত্রিযাপনের জন্য থেকে গেছেন হঠাৎ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে গেছেন স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে দুর্যোগ না কাটা পর্যন্ত তাদের পরিচ্ছন্নভাবে হয়রানিমুক্ত আতিথেয়তা দিতে হোটেল কর্তৃপক্ষকে বলা হয়েছে আমি নিজেই রাতে এবং সকালে হোটেলগুলোয় গিয়ে খোঁজখবর নিয়ে পর্যটকদের আতঙ্কিত না হওয়ার কথা বলে এসেছি

ইউপি চেয়ারম্যান বলেন, সেন্ট মার্টিন দ্বীপে পাঁচটি সাইক্লোন শেল্টার বহুতল কয়েকটি হোটেল রয়েছে কঠিন দুর্যোগ বা জলোচ্ছ্বাস হলেও আটকে পড়া পর্যটকদের বিচলিত হওয়ার কিছু নেই সংকেত বাড়লে আমরা তাদের সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব

ঢাকার যাত্রাবাড়ী থেকে স্ত্রী-সন্তান নিয়ে সেন্ট মার্টিন ঘুরতে এসেছেন ব্যাংক কর্মকর্তা আমির হোসেন (৪৮) তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে আমরা সেন্ট মার্টিনে আসি আজ (গতকাল শুক্রবার) আমাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় আমরা ফিরতে পারছি না

ব্যাংক কর্মকর্তা বলেন, বেতন থেকে জমানো টাকা নিয়ে প্রতি বছরের মতো এবারো কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবার নিয়ে ঘুরতে এসেছি হঠাৎ সেন্ট

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন