রাজবাড়ীর পদ্মায় এবার ধরা পড়ল ৩২ কেজির বাগাড়

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে গতকাল ভোরে প্রায় ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে

পাবনার ঢালারচর এলাকার জেলে মোস্তাক হলদারের জালে ধরা পড়ে বিশালাকৃতির মাছ এর আগে গত বৃহস্পতিবার পদ্মায় ধরা পড়েছিল প্রায় ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ

জেলে মোস্তাক হলদার বলেন, গতকাল ভোরের দিকে পাবনার ঢালারচর এলাকায় জাল ফেলে তারা দৌলতদিয়ার দিকে এগোতে থাকেন পরে ফেরিঘাট এলাকার কাছাকাছি এলে জালে প্রচণ্ড টান অনুভব করেন বুঝতে পারেন জালে বড় কোনো মাছ আটকা পড়েছে এর পরই সবাই মিলে অনেকক্ষণের চেষ্টায় জাল গুটিয়ে ৩২ কেজির বাগাড়টিকে নৌকায় তুলতে সক্ষম হন

তিনি বলেন, মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় বসে থেকে অনেক দেনায় পড়েছিলাম বাগাড়টি বিক্রি করে কিছুটা হলেও দেনা পরিশোধ করা যাবে

এদিকে বাগাড়টি কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তদার কেসমত আলী তিনি বলেন, আমি জেলে মোস্তাক হলদারের কাছ থেকে ৩১ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি প্রথমে ৯০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৩৫০ টাকায় কিনি পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যার কাছে সেটি ৯৫০ টাকা কেজি দরে বিক্রি করি মাসুদ মোল্যা মাছটি ঢাকার গুলশানে এক ব্যবসায়ীর কাছে হাজার টাকা কেজি দরে বিক্রি করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন