সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা বিভাগীয় সম্মেলন

ডিসেম্বরের মধ্যে পদ সৃজন না হলে আন্দোলনের ডাক

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 আমলাতান্ত্রিক জটিলতা নয়, বরং দ্রুত পদায়নের দাবি তুলেছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা বিভাগীয় নেতারা একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় পদ সৃজন না হলে আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান তারা গতকাল যশোরের উপশহর মহিলা কলেজ মিলনায়তনে সরকারি কলেজ শিক্ষক সমিতির বিভাগীয় সম্মেলনে তারা এসব কথা জানান

সম্মেলনে সভাপতিত্ব করেন সরকারি নওয়াপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সরকারি কলেজ শিক্ষক সমিতির যশোর খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা রবিউল হাসান প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জহুরুল ইসলাম

বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাইদ মো. আতিকুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপ কুমার গোপ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসহাক, রিয়াজ উদ্দিন, জিএম মাহমুদ আক্তার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান পাঠান, সাংগঠনিক সম্পাদক (খুলনা) শিকদার ওহিদুজ্জামান, সরকারি মণিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, শহীদ সিরাজউদ্দিন কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন