ময়মনসিংহে মেঘালয়ের মুখ্যমন্ত্রী

সম্পর্ক আরো জোরদার করতে চাই

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

 শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সংস্কৃতি বিনিময় বাড়িয়ে বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের সম্পর্ক আরো জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করেছেন ভারতীয় প্রদেশটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা গতকাল বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শাহাবউদ্দিন হলরুমে এক মতবিনিময় সভায় তিনি অভিপ্রায় ব্যক্ত করেন

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের সিটি মেয়র ইকরামূল হক টিটু সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, মেঘালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি শাকিল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন সন্ধ্যায় হালুয়াঘাটে স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেংয়ের সাক্ষাৎ শেষে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও দিয়ে মেঘালয়ের প্রাদেশিক সরকারের প্রতিনিধি দলটি বাংলাদেশ ত্যাগ করে

মতবিনিময় সভায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ কয়েক বছরে বাংলাদেশে শিল্প, বাণিজ্য, সামাজিক, অর্থনীতিসহ সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশের সঙ্গে আমরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি বিভিন্ন বিষয়ে যোগাযোগ আরো বাড়াতে চাই পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ, সম্পর্ক বন্ধুত্বকে আরো জোরদার করতে চাই দুদেশের মাঝে যেসব ছোটখাটো সমস্যা রয়েছে তা দূর করতে ভারতের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাব

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন