১৫ শতাংশ লভ্যাংশ দেবে ওরিয়ন ফার্মা

নিজস্ব প্রতিবেদক

 ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ অন্যান্য বিষয়ে পর্যালোচনার জন্য ১৫ ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল টাকা ৪৩ পয়সা ৩০ জুন কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭২ টাকা ৮৮ পয়সা

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ফার্মা এর আগে ২০১৭ হিসাব বছরের জন্যও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানি আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৪০ পয়সা  এবং এনএভিপিএস ৭০ টাকা ৯৫ পয়সা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওরিয়ন ফার্মা শেয়ারের সর্বশেষ ছিল ২৯ টাকা ৬০ পয়সা দিনভর দর ২৯ টাকা ১০ পয়সা থেকে ৩০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে সমাপনী দর ছিল ২৯ টাকা ৫০ পয়সা এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২৬ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ দর ৪১ টাকা

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মার অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা রিজার্ভে রয়েছে ৬৩১ কোটি ৫২ লাখ টাকা কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৪০ লাখ এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৩১ দশমিক ৯৮ শতাংশ, প্রতিষ্ঠান ৪৭ দশমিক ২১ শতাংশ, বিদেশী দশমিক শূন্য শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ৭৬ শতাংশ শেয়ার

উল্লেখ্য, কোম্পানির সংঘবিধির ১১৫ নং ধারায় পরিবর্তন আনতে এবং রিলেটেড পার্টি ট্রানসেকশন-সংক্রান্ত অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বানের পরামর্শ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ১৫ ডিসেম্বর ইজিএম অনুষ্ঠিত হবে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন