লভ্যাংশ পাঠিয়েছে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

 ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য অনুমোদিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের তথ্য জানিয়েছে

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তার আগে ২০১৬ হিসাব বছরে ১৫ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক এবং ২০১৫ হিসাব বছরে ৩৯ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ফারইস্ট ইসলামী লাইফ শেয়ারের সর্বশেষ দর ছিল ৪৮ টাকা ২০ পয়সা, যা আগের দিনের চেয়ে টাকা ৩০ পয়সা বা দশমিক ৭৫ শতাংশ বেশি সমাপনী দর ছিল ৪৮ টাকা ২০ পয়সা দিনভর শেয়ারটির দর ৪৭ টাকা ২০ পয়সা থেকে ৪৮ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে এদিন ৭৭ বারে কোম্পানিটির হাজার ৪৪৫টি শেয়ার লেনদেন হয় গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৬ টাকা ২০ পয়সা থেকে ৭৯ টাকা ১০ পয়সা

২০০৫ সালে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭০ লাখ টাকা মোট শেয়ার সংখ্যা কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১ এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ১৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫৯ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন