টানা চতুর্থ মাসের মতো নিম্নমুখী ভারতের স্বর্ণ আমদানি

বণিক বার্তা ডেস্ক

 চীনের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারত কিন্তু চলতি বছরে দেশটির স্বর্ণের বাজার মোটেও ভালো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না মূল্যবান ধাতুটির অব্যাহত দাম বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা ক্রমে কমে যাচ্ছে এমনকি উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বর্ণের চাহিদা বৃদ্ধির যে সম্ভাবনা ধরা হয়েছিল, সেটিও ফিকে হতে বসেছে আর চাহিদা কমে যাওয়ায় কমে যাচ্ছে দেশটির স্বর্ণ আমদানিও চাহিদা নিম্নমুখিতার কারণে অক্টোবরে দেশটির স্বর্ণ আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে খবর রয়টার্স পিটিআই

সরকারি একটি সূত্র অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে ভারতে স্বর্ণ আমদানির পরিমাণ ছিল ৩৮ টন যেখানে গত বছরের একই সময় আমদানি হয়েছিল ৫৭ টনের মতো সে হিসাবে আমদানি কমেছে ৩৩ শতাংশ অন্যদিকে আমদানি কমলেও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় আগের বছরের তুলনায় বেড়েছে মাসে স্বর্ণ আমদানিতে ভারতের ব্যয় হয়েছে ১৮৪ কোটি ডলার যেখানে গত বছরের একই সময় স্বর্ণের আমদানি ব্যয় ছিল ১৭৬ কোটি ডলার সে হিসাবে, আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমলেও ব্যয় বেড়েছে দশমিক শতাংশ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছয় বছরের মধ্যে সর্বোচ্চে অবস্থায় রয়েছে তবে খাতসংশ্লিষ্টরা মনে করছেন, অন্যতম শীর্ষ ভোক্তা দেশের আমদানি হ্রাস পাওয়ায় স্বর্ণের দাম একটা সময় নিম্নমুখী হতে পারে অন্যদিকে আমদানি হ্রাসের মাধ্যমে নয়াদিল্লি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সক্ষম হবে পাশাপাশি রুপির মূল্য সহায়ক হিসেবেও কাজ করবে এটি

ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরেন্দা মেহেতা জানান, স্বর্ণের উচ্চমূল্য থাকার কারণে দীপাবলি বিজয়া দশমিতে খুচরা পর্যায়ে স্বর্ণের চাহিদা মারাত্মকভাবে কমেছে

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) ভারতের বাজারে স্বর্ণের চাহিদা কমেছে ৩২ শতাংশ সময় দেশটিতে মোট ১২৩ দশমিক টন স্বর্ণ ব্যবহার হয়েছে আর সময় আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮০ দশমিক টনে আগের মজুদ স্বর্ণ থেকে বাজারে সরবরাহ করায় তৃতীয় প্রান্তিকে আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় বলে মনে করছে ডব্লিউজিসি

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর ভারতের বাজারে স্বর্ণের চাহিদা কমে দাঁড়িয়েছে ৪৯৬ দশমিক ১১ টন যেখানে গত বছরের একই সময় চাহিদা ছিল ৫২৩ দশমিক টন চাহিদা ক?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন