যুক্তরাষ্ট্রে গমের আটা উৎপাদন কমেছে

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গমের আটা উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস সার্ভিসের (এনএএসএস) প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে দেশটির আটা উৎপাদন কমেছে ১৪ শতাংশ বা লাখ ৯১ হাজার হান্ড্রেডওয়েট ( হান্ড্রেডওয়েট সমান ১০০ পাউন্ড) খবর ওয়ার্ল্ড গ্রেইন

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটিতে ৪৯ লাখ ২৪ হাজার হান্ড্রেডওয়েট গমের আটার উৎপাদন হয়েছে যেখানে গত বছরের একই সময়ে উৎপাদন ছিল ৫৭ লাখ ১৫ হাজার হান্ড্রেডওয়েট আর দ্বিতীয় প্রান্তিকের তুলনায় সময় উৎপাদন কমেছে শতাংশ সে সময় দেশটির আটার উৎপাদন ছিল ৫২ লাখ ৭১ হাজার হান্ড্রেডওয়েট আর প্রথম প্রান্তিকে উৎপাদন ছিল ৪৮ লাখ ৫৫ হাজার হান্ড্রেডওয়েট

প্রতিবেদন বলছে, বছরের আগে কোনো প্রান্তিকে ৫০ লাখ হান্ড্রেডওয়েটের নিচে উৎপাদন আসেনি এমনকি চারটি প্রান্তিকে উৎপাদন ৬০ লাখ টনের কাছাকাছি পর্যন্ত গেছে তিন প্রান্তিকে উৎপাদন কমে যাওয়ার ফলে বছর শেষে সব মিলিয়ে কোটি লাখ ৮১ হাজার হান্ড্রেডওয়েট আটা উৎপাদন হতে পারে যেটি ২০১৬ সালের পর সর্বনিম্ন সময় থেকে গত বছর পর্যন্ত দেশটিতে চার প্রান্তিকে বা বার্ষিক আটার উৎপাদন ছিল কোটি ২০ লাখ থেকে কোটি ৩০ লাখ হান্ড্রেডওয়েট সেই হিসাবে, চলতি বছরে দেশটির উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন