চা রফতানি আয়ে শীর্ষে চীন আধিপত্যে এশিয়া

২০১৮ সালে বিশ্বব্যাপী চায়ের রফতানি বাজার ছিল ৭৭৬ কোটি ডলারের সমান, যা তার আগের বছরের তুলনায় দশমিক শতাংশ কম অন্যদিকে ২০১৪ সালের পর থেকে গত বছর পর্যন্ত চায়ের গড় রফতানি মূল্য কমেছে দশমিক শতাংশ ২০১৮ সালে চা রফতানিতে আধিপত্য ছিল এশিয়ার বছর এই অঞ্চলের চা রফতানিকারক দেশগুলো সবচেয়ে বেশি আয় করেছে সময় এশিয়ার দেশগুলোর রফতানি আয় ছিল ৪৭০ কোটি ডলারের কাছাকাছি আর বৈশ্বিক চায়ের ৬০ দশমিক শতাংশ সরবরাহ করা হয়েছে এশিয়ার দেশগুলো থেকে এর মধ্যে সবচেয়ে বেশি চা রফতানি করেছে চীন দেশটি সময় বৈশ্বিক মোট চায়ের ২৩ শতাংশ এককভাবে সরবরাহ করেছে এছাড়া শ্রীলংকা সরবরাহ করেছে ১২ দশমিক শতাংশ এবং ভারতের সরবরাহ ছিল দশমিক শতাংশ আর ভিয়েতনাম দশমিক শতাংশ, জাপান দশমিক , তাইওয়ান দশমিক ইন্দোনেশিয়া দশমিক শতাংশ চা বিশ্ববাজারে সরবরাহ করেছে অন্যদিকে আফ্রিকা ইউরোপের দেশগুলোর রফতানি ছিল যথাক্রমে মোট রফতানির ২৩ শতাংশ ১৩ দশমিক শতাংশ আর সবচেয়ে কম চা রফতানি তালিকায় উত্তর আমেরিকা থেকে দশমিক শতাংশ, মেক্সিকো বাদে ক্যারিবীয় দেশগুলোসহ লাতিন আমেরিকা থেকে দশমিক শতাংশ এবং অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ডসহ ওশেনিয়া থেকে বৈশ্বিক মোট চায়ের দশমিক শতাংশ সরবরাহ করা হয়

সূত্র: ওয়ার্ল্ড টপএক্সপোর্টার ডটকম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন