বাংলালিংকের নতুন ডিজিটাল বিনোদন প্লাটফর্ম টফি

নিজস্ব প্রতিবেদক

 গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল বিনোদন প্লাটফর্ম নিয়ে এসেছে টেলিকম অপারেটর কোম্পানি বাংলালিংক টফি নামের প্লাটফর্মে গ্রাহকরা সর্বোচ্চসংখ্যক টিভি চ্যানেল দেখার সুবিধা পাবেন সম্প্রতি এক আয়োজনে প্লাটফর্ম উদ্বোধন করেন বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ চিফ অব অপারেটিং অফিসার সার্জি হেরেরো

টফিতে গ্রাহকদের জন্য রয়েছে ৬০টি দেশী-বিদেশী টিভি চ্যানেল দেখার সুবিধা পরবর্তী সময়ে এতে নতুন নতুন চ্যানেল যুক্ত করা হবে কিছু চ্যানেল দেখা যাবে বিনা মূল্যে প্রিমিয়াম চ্যানেল দেখতে সাবস্ক্রিপশন করতে হবে রয়েছে মিউজিক ভিডিও, নাটক সিনেমা দেখার সুুবিধাও

ডিজিটাল প্লাটফর্মে গ্রাহকরা নিজেদের তৈরি কনটেন্ট আপলোড করার সুবিধা উপভোগ করতে পারবেন এর মধ্য দিয়ে তারা বাড়তি উপার্জনের সুযোগ পাবেন টফি অ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে বিনা মূল্যে এক মাসের জন্য টফি সাবস্ক্রিপশনের সুবিধা রেখেছে বাংলালিংক এরপর প্রতিদিনের জন্য সর্বনিম্ন টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন করা যাবে ডিজিটাল বিনোদন প্লাটফর্ম টফি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন