বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

বণিক বার্তা ডেস্ক

 প্রায় দুই দশক চালু থাকার পর অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহুর জনপ্রিয় সেবা ইয়াহু গ্রুপস ১৪ ডিসেম্বর পর্যন্ত সেবার ব্যবহারকারীরা তাদের আপলোড করা তথ্য অন্যত্র সরিয়ে নেয়ার সুযোগ পাবেন এর পর থেকে আর এসব তথ্য ব্যবহার করা যাবে না একই সঙ্গে গ্রুপ সেবার আওতায় নতুন করে কন্টেন্ট আপলোড করা যাবে না ইয়াহুর পক্ষ থেকে গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হয়েছে খবর সিএনএন

ইয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, ১৪ ডিসেম্বরের পর থেকে সব গ্রুপ প্রাইভেট হয়ে যাবে এতে নতুন করে কন্টেন্ট আপলোড করা যাবে না আগের কন্টেন্টও মুছে ফেলা হবে মূলত ব্যবহারকারী তাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু প্রতিষ্ঠানটি বলছে, এখনকার যুগে প্রাইভেসি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যবহারকারী তাদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ইয়াহু এর অংশ হিসেবেই গ্রুপ সেবা বন্ধ করে দেয়া হচ্ছে

২০০১ সালে ইয়াহু গ্রুপ সেবা চালু করে প্রতিষ্ঠানটি অনেকটা ফেসবুক গ্রুপের মতো পছন্দের ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠে একেটি গ্রুপ ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে গ্রুপ সেবা বিশ্বেজুড়ে লাখ লাখ ব্যবহারকারী সেবায় যুক্ত হন পরবর্তীতে ইয়াহু তাদের মেইল প্লাটফর্মকে বেশি গুরুত্ব দিতে শুরু করলে আবেদন হারাতে থাকে ইয়াহু গ্রুপস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন