ভারতের ঋণমান পূর্বাভাস কমিয়েছে রেটিং এজেন্সি মুডি’স

অর্থ মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতি

বণিক বার্তা ডেস্ক

 রেটিং এজেন্সি মুডি ইনভেস্টরস সার্ভিস বৃহস্পতিবার ভারতের ঋণমান স্থিতিশীল ক্যাটাগরি থেকে কমিয়ে ঋণাত্মকে নির্ধারণ করেছে চলতি অর্থবছরের শেষ অবধি তথা আগামী বছরের মার্চজুড়ে দেশটির বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক শতাংশ থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে যদিও বাজেট ঘাটতি দশমিক শতাংশে ধরে রাখতে পারার ব্যাপারে আশাবাদী ভারত সরকার খবর বিজনেস স্ট্যান্ডার্ড সিএনবিসি

ঋণমান পূর্বাভাস কমায় দেশটির চলমান অর্থনৈতিক শ্লথ অবস্থা দীর্ঘায়িত হওয়ার এবং ঋণের বোঝা বাড়ার শঙ্কা বেড়েছে দিল্লির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় বস্তুগতভাবে কমবে বলে জানিয়েছে মুডি ঋণমানের পরিবর্তিত অবস্থা দেশটির সরকার নীতিমালার কার্যকারিতার দুর্বলতার ইঙ্গিত দেয়

এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনীতি সম্প্রতি উল্লেখযোগ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির প্রবৃদ্ধি শতাংশ বেড়েছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন আর্থিক খাতের চলমান সংকট অবস্থায় তছনছ হয়ে পড়েছে দেশটির ব্যাংক অন্য ঋণদাতা সংস্থাগুলো পরিস্থিতিতে বিনিয়োগ খাত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে খাতগুলোর সাম্প্রতিক নীতিমালা সংস্কার সেখানকার ছোট মাঝারি ব্যবসার অবস্থাকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এছাড়া কর্মসংস্থান বাড়াতে সংগ্রাম করতে হচ্ছে দেশটির অর্থনীতিকে

ভারতের বিরাজমান অবস্থা সম্পকে মুডি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম দ্রুত সম্প্রসারণশীল অর্থনীতিটি যে অবস্থায় প্রবেশ করেছে, তা থেকে উত্তরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সরকারকে দেশটির শ্লথ হয়ে পড়া প্রবৃদ্ধির তীব্রতা মেয়াদ কমিয়ে আনতে, গ্রামীণ গার্হস্থ্য ব্যয়ের দীর্ঘায়িত আর্থিক চাপ প্রশমনে, কর্মসংস্থান বাড়াতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বিশেষত অর্থবহির্ভূত ইনস্টিটিউশনে (এনবিএফআই) যে ঋণ সংকট দেখা দিয়েছে, তার আশু সমাধান দরকার সম্প্রতি সংকট ঘনীভূত হওয়ায় দেশটির সার্বিক অর্থনীতি আরো বেশি শ্লথ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে

প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতের সার্বভৌম ঋণমান বিএএথ্রি থেকে বাড়িয়ে বিএএটু করেছিল মুডি সংস্থাটির ঋণমানের যে টি ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে বিএএথ্রি সর্বনিম্ন তখন ঋণমান বাড়ানোটাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংস্কার এজেন্ডার বড় অর্জন হিসেবে দেখা হয়েছিল

তবে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে মোদি সরকারের সংস্কার এজেন্ডা কার্যকর বাস্তবায়নের সম্ভাবনা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন