এনএসইউতে টুগেদার সার্ভ ফর হিউম্যানিটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) নভেম্বর লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টে লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্রেট এবং এনএসইউ সোস্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে টুগেদার সার্ভ ফর হিউম্যানিটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবসেবা সমাজ সচেতনতামূলক কাজে নিয়োজিত করার আহ্বান জানানো

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ পিএমজেএফ বিশেষ অতিথি ছিলেন এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন বেনজীর আহমেদ এবং এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক . এম ইসমাইল হোসেন সম্মানিত অতিথি ছিলেন লায়ন জিএটি এরিয়া লিডার এলসিআই নাজমুল হক, এমডি -৩১৫-এর কাউন্সিলের চেয়ারপারসন লায়ন . মোহাম্মদ এরশাদ হোসেন রানা, জেলা গভর্নর লায়ন হেলেন আক্তার নাসরীন এমজেএফ, প্রথম জেলা উপগভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক এবং দ্বিতীয় জেলা উপগভর্নর লায়ন শাহেনা রহমান প্রধান বক্তা ছিলেন এনএসইউর সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান ভূঁইয়া

লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের পর লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় সংগঠন সংগঠনটি বিশ্বের ২১৭টি দেশজুড়ে নিঃস্বার্থভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে যেখানেই মানুষের সাহায্যের প্রয়োজন, সেখানেই লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল তিনি শিক্ষার্থীদের মানবতার দিক অনুসরণ করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানান

সম্মানিত অতিথির বক্তব্যে লায়ন হেলেন আক্তার নাসরীন বলেন, অসহায় মানুষের সেবা করাই মানবতার সেবা করা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সম্প্র্রদায়ের সেবা, মানবিক চাহিদা মেটানো, শান্তি আন্তর্জাতিক সমঝোতা প্রদান করাই ক্লাবের মূল উদ্দেশ্য বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন