আশা জাগাতে আসছে নতুন ছবি

ফাহিমদা তাপসী

ঢাকাই চলচ্চিত্র যেন আবার চাঙ্গা হতে শুরু করেছে প্রযোজক, পরিচালক, শিল্পীরা আঁটঘাট বেঁধেই নেমেছেন শিল্পকে বাঁচাতে  ঠিক আগামী শুক্রবার না হলেও আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে বেশকিছু চলচ্চিত্র আজকের আয়োজনে থাকছে তেমনই কয়েকটি চলচ্চিত্রের কথা

মিশন এক্সট্রিম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর রুপালি পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে যে ছবি দিয়ে, সেটি সম্পর্কে কমবেশি সবারই ধারণা তৈরি হয়েছে এর মধ্যেই তবুও নতুন করে বলার কারণ হচ্ছে, চলচ্চিত্রপ্রেমীরা আশাবাদী নতুন ছবি নিয়ে ঢাকা অ্যাটাক-এর বিশাল সাফল্যের পর একই প্রযোজনা সংস্থা আনছে মিশন এক্সট্রিম ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন নির্মাতা সানী সানোয়ার ফয়সাল আহমেদ আগের সিনেমার মতো চলচ্চিত্রেও পর্দা কাঁপাতে হাজির হবেন আরেফিন শুভ এছাড়া তাসকিন আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনোজ কুমার, ইরেশ জাকেরসহ আরো অনেকেই আছেন চলচ্চিত্রে ওয়ার অ্যাগেইনস্ট ইনভিজিবল এনিমি ট্যাগলাইন সাঙ্গ করে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে নতুন বছরের শুরুতেই কয়েক দিন আগে নির্মাতাই জানিয়েছেন তথ্য 

 

পাপ-পুণ্য

২০০৯ সালে প্রথম চলচ্চিত্র মনপুরা, এর ঠিক নয় বছর পর তৈরি করলেন দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নজাল স্বপ্নজাল মুক্তির পর কেউ কেউ ধরেই নিয়েছিলেন  তৃতীয় চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে আবার হয়তো দীর্ঘ বিরতি নেবেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম কিন্তু মনপুরা কিংবা স্বপ্নজালের ভক্তদের অবাক করে দিয়ে এক বছর পরই শুরু করলেন তৃতীয় ছবির কাজ পাপ-পুণ্য নামে চলচ্চিত্রের কাজ শুরু হয়েছিল বছরের আগস্টে মজার বিষয় হচ্ছে, চলচ্চিত্রে দর্শক আবারো গিয়াসউদ্দিন সেলিমের নির্দেশনায় দেখতে পাবেন চঞ্চলকে ফলে মনপুরার মতো আবারো হয়তো মন ছুঁয়ে যাওয়া কোনো চলচ্চিত্র আসতে যাচ্ছে বলে খানিকটা নিশ্চিত হওয়াই যায় এছাড়া ছবিতে আরো দেখা যাবে আফসানা মিমি, সিয়াম, ফজলুর রহমান বাবুকেও নির্মাতার দেয়া তথ্য অনুযায়ী, আসছে বছরের শুরুতে বিশেষ কোনো দিনেই মুক্তি দেয়া হবে পাপ-পুণ্য সেক্ষেত্রে কিছুটা হলেও আঁচ করা যায়, আসছে ভালোবাসা দিবসই হয়তো নির্মাতার টার্গেট 

 

হাওয়া

টেলিভিশন নাট্যনির্মাতাদের অনেকেই ঝুঁকছেন চলচ্চিত্র নির্মাণের দিকে বছর অনেক নির্মাতার নামই উঠেছে নতুনভাবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন