৩৫ দিনের ওভারহোলিংয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি

মজুদ বাড়াচ্ছে বিপিসি

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

মেরামতকাজের (ওভারহোলিং) কারণে ১৬ নভেম্বর থেকে টানা ৩৫ দিন সব প্লান্ট বন্ধ রাখবে রাষ্ট্রায়ত্ত জ্বালানি পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সময়ের জন্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ধরে রাখছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)

আগে দুই বছর অন্তর সর্বোচ্চ ৪৫ দিনের ওভারহোলিংয়ে যেত ইআরএল। তবে ২০১৭ সালে সময়সীমা কমিয়ে ৩৫ দিনে নিয়ে আসা হয়। এর ধারাবাহিকতায় এবারো ৩৫ দিনের জন্য সব প্লান্ট বন্ধ রাখবে দেশের সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগারটি। ইআরএল সূত্রে জানা গেছে, বন্ধ থাকাকালে বার্ষিক ১৫ লাখ টন জ্বালানি পরিশোধনে সক্ষম কারখানাটির সব ইউনিট পরীক্ষা করা হবে। সব মেজর পার্টস খুলে পরিষ্কার করা হবে, প্রয়োজনে নতুন যন্ত্রাংশ সংযোজন করা হবে।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতারুল হক বণিক বার্তাকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারখানা শাটডাউন করা হবে। ইআরএল দেশের মোট চাহিদার ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ করে। আমরা কয়েক মাস আগেই বিপিসিসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুমোদন নিয়েছি। ৩৫ দিন ওভারহোলিংয়ের পর নতুনভাবে কারখানা চালু করা হবে।

ইস্টার্ন রিফাইনারি ওভারহোলিংয়ে যাওয়ার আগে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদের পরিকল্পনা করেছে বিপিসি। বিপিসি সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন প্রায় ৮০০ টন অকটেন, ৮০০ টন পেট্রল ১১ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। সব মিলিয়ে বিপিসির মজুদ সক্ষমতা প্রায় ১৩ লাখ টন। এর মধ্যে ছয় লাখ টন ডিজেল। বর্তমানে বিপিসির কাছে লাখ ৩৫ হাজার টন ডিজেল, ১৬ হাজার টন অকটেন লাখ ১০ হাজার টন ক্রুড ডিজেল মজুদ রয়েছে। এছাড়া চলতি মাসে লাখ ৪০ হাজার টন ডিজেল, ২০ হাজার টন জেট ফুয়েল ৪০ হাজার টন ফার্নেস অয়েল (ক্রুড) আমদানি হবে। ফলে ইআরএলের শাটডাউনের কারণে অকটেনসহ জ্বালানি তেলের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিপিসির বিপণন সরবরাহ বিভাগের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন