সংসদের পঞ্চম অধিবেশন শুরু, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। গতকাল বিকাল সোয়া ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

অধিবেশনের শুরুতে শিরীন শারমিন চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন ফিরোজ, মোতাহার হোসেন, জিল্লুল হাকিম, কাজী ফিরোজ রশীদ সেলিমা আহমেদ।

পরে স্পিকার বাংলাদেশ জাসদ নেতা সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল, সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকা, হুমায়ুন কবীর, কফিল সোনার এবং সংসদ সচিবালয়ের কর্মচারী নুরভানুর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া ভাষাসংগ্রামী এম রফিকুল বারী, মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন, বৌদ্ধ ধর্মীয় নেতা একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো, ভাষাসৈনিক মুহাম্মদ মুসা, চিত্রশিল্পী কালিদাস কর্মকার, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মকবুল আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তার জীবন কাজের ওপর আলোচনা করা হয়। পরে অধিবেশন মুলতবি করা হয়। অধিবেশন শুরুর পর সংসদ সদস্যরা মইন উদ্দীন খান বাদলের জীবনের ওপর আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ সব দলের এমপিরা আলোচনায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন