এমবাপ্পেকে নিয়ে পিএসজি-রিয়াল উত্তাপ

জিনেদিন জিদানের দাবি, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে কোনো এক দিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান এবং শিগগিরই হয়তো দলবদল আলোর মুখ দেখবে রিয়ালের ৪৭ বছর বয়সী কোচ প্রকাশ করেন, লা লিগা জায়ান্টদের হয়ে খেলা এমবাপ্পের স্বপ্ন জিদানের এমন কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো তিনি বলেছেন, পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ একজন খেলোয়াড়কে নিয়ে জিদানের এমন মন্তব্য মোটেও শোভনীয় নয়

এমবাপ্পের বয়স মাত্র ২০ বছর দুই বছর ধরেই তার রিয়াল মাদ্রিদে নাম লেখানো নিয়ে ধারাবাহিক গুজব উঠেছে জিদানের কথায়ও মনে হচ্ছে, এক দিন তার পছন্দের খেলোয়াড়টিকে বার্নাব্যুতে নিয়ে আসতে তিনি আত্মবিশ্বাসী ভবিষ্যতে কখনো লস ব্লাঙ্কোসদের হয়ে এমবাপ্পে খেলবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জিদান বলেন, আমি জানি না, এটা একমাত্র খেলোয়াড়ই সিদ্ধান্ত নেবে মুহূর্তে সে পিএসজির হয়ে খেলছে, ভবিষ্যতে যদি এর পরিবর্তন ঘটে, তখন আমরা দেখব তবে আমি জানি, সে সবসময়ই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখে

২০১৫-১৬ মৌসুমে ফুটবল বিশ্বে ধূমকেতুর মতো আবির্ভাব এমবাপ্পের সেই থেকে তিন-চার বছরের মধ্যেই তিনি সুপারস্টার লিগ ওয়ানে ১০৪ ম্যাচ খেলে করেছেন ৬৭ গোল, এর মধ্যে গত মৌসুমেই করেছেন ২৯ ম্যাচে ৩৩ গোল তার অবিশ্বাস্য ফর্মই ইউরোপের বড় বড় ক্লাবকে আকৃষ্ট করছে ফরাসি কোচ জিদানও তার স্বদেশী ফুটবল বিস্ময়কে নিজ দলে টানতে মরিয়া

মোনাকো থেকে ২০১৭-১৮ মৌসুম ধারে পিএসজিতে খেলেছেন এমবাপ্পে পরের মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোয় (১৬২ মিলিয়ন পাউন্ড) তাকে স্থায়ীভাবে কিনে নেয় লিগ চ্যাম্পিয়নরা মোনাকোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ভাদিম ভাসিলিয়েভ প্রকাশ করেন, এমবাপ্পে তার কাছে দাবি করেছেন, রিয়াল মাদ্রিদই তার চূড়ান্ত লক্ষ্য এমনকি পিএসজিতে নাম লেখানোর আগেই এমন কথা বলেন এমবাপ্পে ভাদিমকে যা বলেছেন এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ আমার জন্য অপেক্ষা করবে

এমবাপ্পেকে নিয়ে জিদানের কথায় বিরক্ত পিএসজি ডিরেক্টর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে পিএসজির - গোলে জয় শেষে লিওনার্দো বলেন, সত্যি বলতে কি, এটা বিরক্তিকর এমন নয় যে এটি এই প্রথম ঘটল দ্বিতীয় মেয়াদে পিএসজির স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেয়া লিওনার্দোর মতে, স্ট্রাইকারটিকে মানসিকভাবে বিক্ষিপ্ত করতেই এমন মন্তব্য করেছেন জিদান লিওনার্দোর কথায়,

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন