সিলেটে মেঘালয়ের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম

নিজস্ব প্রতিবেদক সিলেট

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক বৃদ্ধিতে জোর দিচ্ছে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম।

মঙ্গলবার দিবাগত রাতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রসারে ভারত সরকারের নতুন দুটি এলসি স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান মেঘালয়ের মুখ্যমন্ত্রী। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী স্নিয়াওভালাং ধর, শিক্ষামন্ত্রী লেকমেন রিম্বুই, কৃষিমন্ত্রী বেনতেইদর লিংডহ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. এমদাদ হোসেন, বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রুমেল এমএস রহমান পীর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন