বিয়ের কাবিন নিয়ে প্রতারণার দায়ে কারাগারে কাজী

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের বিরামপুরে রেজিস্ট্রিকৃত বিয়ের কাগজ দেওয়া নিয়ে প্রতারণার অভিযোগে মফেজ উদ্দিন (৪৫) নামের এক কাজীকে আটক করেছে পুলিশ। রাশেদুজ্জামান নামের এক ব্যক্তি কাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে। 

গ্রেফতারকৃত কাজী মফেজ উদ্দিন সরকার বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কেটরাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন সরকারের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর গ্রামের সৈয়দ পয়গম্বর আলীর ছেলে সৈয়দ রাশেদুজ্জামান (২৬) পার্শ্ববর্তী চাপড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে শিরিনাকে (২৪) গত ২৯ সেপ্টেম্বর জোতবানি ইউনিয়নের কাজী মফেজ উদ্দিন সরকার এর কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের সময় কাজী মফেজ উদ্দিন ৫ হাজার টাকা নিলেও বিয়ে রেজিস্ট্রির কোন কাগজপত্র দেন নাই। 

রাশেদুজ্জামান জানান, বিয়ের কাগজ পত্রের বিষয়ে কাজী মফেজ উদ্দিনের নিকট বহুবার যোগাযোগ করা হলেও তিনি কোন প্রকার কাগজপত্র দেন নাই। পরে অবশেষে ওই কাজী বিয়ে রেজিস্ট্রির কাগজ দিতে আরো দশ হাজার টাকা দাবি করেন। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত টাকা দাবি ও রেজিস্ট্রির কাগজ না পেয়ে রাশেদুজ্জামান বাদি হয়ে আজ বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ কাজী মফেজ উদ্দিনকে গ্রেফতার করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন