নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাবির আন্দোলন অব্যাহত

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার তৃতীয় দিনে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

এর আগে বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে জমা হতে থাকে। পরে বেলা সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে আবারো প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। সেখানে মিছিল পরবর্তী একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখছেন।

বেলা ২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলছে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন