বায়ুদূষণ জীবননাশের অন্যতম কারণ হয়ে উঠছে

তাসনিম মহসিন

দেশের বায়ুমান ক্রমেই খারাপ হচ্ছে। বাতাসে বাড়ছে অতিসূক্ষ্ম বস্তুকণার উপস্থিতি। অতিসূক্ষ্ম এসব বস্তুকণা মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক গবেষণা বলছে, বাংলাদেশে মৃত্যুর তৃতীয় সর্বোচ্চ কারণ বায়ুদূষণ। দূষণের কারণে গড় আয়ুও সবচেয়ে বেশি কমছে বাংলাদেশে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউট (এইচইআই) দ্য ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই) প্রতি বছর বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন প্রকাশ করে। ২০১৭ সালের তথ্যের ভিত্তিতে চলতি বছরের প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, বাংলাদেশে ২০১৭ সালে বায়ুদূষণে মারা গেছে লাখ ২৩ হাজার মানুষ, মোট মৃত্যুর যা ১৪ শতাংশ। এছাড়া বায়ুদূষণের কারণে বাংলাদেশীদের আয়ু কমছে গড়ে বছর ১০ মাস। গড় আয়ু কমার হার বিশ্বে সর্বোচ্চ।

অপরিকল্পিত শিল্প, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা নির্মাণকাজে দূষণ প্রতিরোধী ব্যবস্থার অপর্যাপ্ততা বায়ুদূষণের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইটভাটার কারণে সূক্ষ্ম ধূলিকণা বাতাসে মিশে যায়। নির্মাণকাজের সময় নিয়ম না মেনে মাটি, বালিসহ অন্যান্য নির্মাণসামগ্রী দীর্ঘদিন যত্রতত্র ফেলে রাখা, রাস্তার দুই পাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রাখা, সর্বোপরি যানবাহনের কালো ধোঁয়া বাতাসকে দূষিত করে তোলে। বাতাসে বেড়ে যায় মানবদেহের জন্য ক্ষতিকর পার্টিকুলেট ম্যাটার (পিএম) বা অতিসূক্ষ্ম বস্তুকণার উপস্থিতি।

মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর পিএম২.৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান অনুযায়ী, প্রতি ঘনমিটার বাতাসে পিএম২.-এর সহনীয় মাত্রা ১০ মাইক্রোগ্রাম। যদিও বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে পিএম২.-এর পরিমাণ ৬১ মাইক্রোগ্রাম। বাতাসে সহনীয় মাত্রার অতিরিক্ত অতিসূক্ষ্ম বস্তুকণা স্বল্পমেয়াদে মাথাব্যথা, শ্বাসতন্ত্রের রোগসহ নানা ব্যাধির জন্য দায়ী। তবে দীর্ঘমেয়াদে এর প্রভাবে ফুসফুস ক্যান্সার, কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অনেক অঙ্গও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত যা জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়।

এইচইআই এবং আইএইচএমইর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ফুসফুসজনিত রোগে মৃত্যুর ৪৯ শতাংশ হয় বায়ুদূষণের কারণে। এছাড়া ডায়াবেটিসে মৃত্যুর ২২, হূদরোগে মৃত্যুর ২৪, স্ট্রোকে মৃত্যুর ১৫ ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর ৩৭ শতাংশ ঘটে বায়ুদূষণে। বায়ুদূষণের চেয়ে বেশি মৃত্যু হয় কেবল খাদ্যাভ্যাসজনিত রোগ উচ্চ রক্তচাপে। এর বাইরে তামাক, রক্তে উচ্চমাত্রায় সুগার, অপুষ্টি, কিডনি অকেজো হয়ে যাওয়া, উচ্চ এলডিএল অন্যান্য পরিবেশগত ঝুঁকিও বাংলাদেশে মৃত্যুর অন্যতম কারণ।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পুরো জনগোষ্ঠীই <

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন