মৌলভীবাজারে ফাঁদে আটকা মেছো বাঘ উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি মৌলভীবাজার

 মৌলভীবাজারের সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গজিমারা এলাকায় গ্রামবাসীদের পাতানো ফাঁদে আটকা পড়া একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে পরে এলাকাবাসী বাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই মেছো বাঘটি গ্রামে হানা দিয়ে গৃহস্থদের হাঁস-মুরগি ছাগল ধরে নিয়ে যাচ্ছিল অবস্থায় গত মঙ্গলবার রাতে তারা বাঁশের তৈরি বিশেষ খাঁচায় হাঁস-মুরগি ছেড়ে দিয়ে ফাঁদ পাতেন গভীর রাতে মেছো বাঘটি ওই ফাঁদে আটকা পড়ে পরে গতকাল সকালে এলাকাবাসী বাঘটি আটক করে খাঁচায় বন্দি করে রাখে খবর পেয়ে বর্ষিজুরা ফরেস্ট বিটের কর্মকর্তারা বাঘটি উদ্ধার করে নিয়ে যান

বন বিভাগ সূত্রে জানা গেছে, মেছো বাঘটি দৈর্ঘ্যে তিন ফুট প্রস্থে দেড় ফুট মূলত খাবারের সন্ধানে লোকালয়ে এসে এটি ধরা পড়েছে উদ্ধারকৃত বাঘটির মুখ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে তাই সেটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন