বিনা মূল্যে ঠোঁটকাটা রোগীর অপারেশন

চতুর্থ রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল মিশনের অংশ হিসেবে শেভরনের জালালাবাদ গ্যাসক্ষেত্রের নিকটবর্তী এলাকায় বসবাসরত ৭০ জন ঠোঁটকাটা রোগীর বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। শেভরন বাংলাদেশের সহায়তায় রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল মিশন-২০১৯ কার্যক্রমের আওতায় এসব রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। রোগীর অধিকাংশই শিশু।

সম্প্রতি এ মিশনের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মো. আব্দুস সালাম, রোটাপ্লাস্ট মেডিকেল টিম লিডার ডা. অ্যান ডিলানি, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট নিল মেনজিস, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুক হক চৌধুরী, শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ইসমাইল চৌধুরী, রোটাপ্লাস্ট মিশন-২০১৯-এর প্রধান সমন্বয়ক ডা. মঞ্জুরুল হক চৌধুরী।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন