চিটাগং চেম্বারে ‘ফিন্যান্সিং ক্লাইমেট রেসপন্সিভ বিজনেস’ শীর্ষক ইভেন্ট অনুষ্ঠিত

দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও প্রাইভেট ফিন্যান্স অ্যাডভাইজরি নেটওয়ার্কের (পিএফএএন) যৌথ আয়োজনেফিন্যান্সিং ক্লাইমেট রেসপনসিভ বিজনেস শীর্ষক নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে নেটওয়ার্কিং ইভেন্টে বক্তব্য রাখেন এশিয়া রিজিওনাল কো-অর্ডিনেটর পিটার দো পন্ট, কান্ট্রি কো-অর্ডিনেটর শ্যামল বর্মণ ও ক্লিন এনার্জি বিশেষজ্ঞ উত্পল ভট্টাচার্য্য।

অন্যদের মধ্যে চেম্বার পরিচালক শাহজাদা মো. ফৌজুল আলেফ খান, চিটাগং ক্লাব লিমিটেডের সাবেক চেয়ারম্যান মিয়া আবদুর রহিম, বিকেএমইএর সাবেক পরিচালক শওকত ওসমান, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি আবিদা মোস্তফা, মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা এ সময় উপস্থিত ছিলেন।  —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন